বর্তমানের মার্কেটের অবস্থা নিয়ে অনেকেই চিন্তিত, আবার অনেকে অল্টকয়েন ক্রয় করতেছে। যদিও আমি মনে করি যে, অল্টমার্কেটের বুলরান চালু হয়েছে। তাই আপনিও নিজের বিশ্লেষণের পরই কোনো অল্টকয়েন ক্রয় করুন। আর একটি বিষয় আপনাকে সহায়তা করবে, যদি আপনি এমন অল্টকয়েন বিশ্লেষণ করেন যেগুলোর বড় ধরনের কোনো হালনাগাদ কিংবা ইভেন্ট আসবে সামনের দিনগুলোতে। আর সেরা ১০০ কয়েনের মধ্যে বিনিয়োগ করলে সবচেয়ে ভালো হয়।
