তারা বর্তমানে স্টেকিং এর পরিমাণ বৃদ্ধি করেছে, এতে অনেকেই অংশগ্রহণ করতে পারতেছে নাহ। আপনি অনেকে আইডিওতে অংশগ্রহণ করেছেন, আপনার সর্বোচ্চ কত লাভ হয়েছে সেইসব প্রজেক্ট থেকে। আর কোন প্রজেক্টটি ভালো লাভ দিয়েছে?
আইডিও এর হোয়াইট লিস্টে আসতে অনেক ভাগ্যের দরকার, আবার অনেক সময় আমাদের কিছু ভুলের জন্য হোয়াইটলিস্টে আসি নাহ। যেমন কিছু আইডিও প্লাটফর্মে KYC থাকে, যদি আমাদের KYC সম্পন্ন করা না থাকে। তাহলে হোয়াইট লিস্টে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই সকলের উচিত প্লাটফর্মগুলোর KYC সম্পন্ন করে রাখা, এতে সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও BitByte Crypto গ্রুপটিতে প্রতিদিনই বিভিন্ন আইডিও এর হোয়াইট লিস্টের আপডেট দেওয়া হয়, সেখানে যোগদান করে রাখতে পারেন।
