যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং রয়েছে, তাই এই হালভিং বিটকয়েনের দাম উর্ধ্বমুখী রয়েছে এখনো ৪২ কি পর্যন্ত অবস্থান নিয়েছে। তাই আমি অনুমান করতে পারি যে ২০২৫ সালে অবশ্যই বিটকয়েনের দাম বর্তমান দাম এর চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এক লক্ষ ডলার স্পর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আমি আপনার সাথে একমত। ২০২৫ সালে অবশ্যই বিটকয়েন ইতিহাসের সর্বোচ্চ মূল্য ৬৯ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আপনি বলেছেন ২০২৫ সালে ১ লাখ ডলার হওয়ার সম্ববনা রয়েছে। আমি অনেক নিউজ পত্রিকায় দেখেছি অনেক পণ্ডিতরাও অনুমান করেছে ২০২৫ সালে ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে। তবে বিটিসি মার্কেট কখন কোন দিকে যাবে তা কেউ সঠিক ভাবে বলতে পারবে না।
এগুলো হচ্ছে ভাসমান ভার্চুয়াল কারেন্সি যার অবস্থান ইথারে অর্থাৎ এটা স্পর্শ করা যায় না এবং বন্দি করেও রাখা যায় না শুধুমাত্র ডিজিটাল ডিজিট দ্বারা নিয়ন্ত্রিত। তাই এটা নিয়ে আমরা কখনও সঠিক ভবিষ্যৎবাণী করতে পারবো না। তবে এতটা অনুমান করা যায় এগুলো এক সময় অনেক জনপ্রিয় উঠবে এবং মানুষের মধ্যে ধনী-দরিদ্রতার মাপকাঠি হিসাবে বিবেচিত হবে। যাদের কাছে যত বেশি ডিজিটাল কারেন্সি থাকবে সে তত বেশি ধনী হিসাবে স্বীকৃতি পাবে। তবে আপনারা যাই বলুন বিটকয়েন ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এবং সেটা খুবই শিগ্রি 2/1 বছরের মধ্যেই দেখা যাবে। তবে পত্রিকায় চোখ রাখলে অনেকেই এটি দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে বলে লেকচার মানে। আমার মনে হয় না পাঁচ সাত বছরের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ডলার চালিয়ে যাবে।
আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কয়েক বছর আগে ও কাগজের টাকার প্রচলন অনেক বেশি ছিল। কিন্তু দিন দিন ভাউচার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রম ইত্যাদি বেশি বেশি প্রচলন হচ্ছে। এমন একটা সময় আসবে বলে আমি মনেকরি যখন মানুষ এগুলো ও ব্যবহার করতে চাইবে না। মানুষেরা ডিজিটাল কারেন্সি ব্যপক ভাবে ব্যাবহার করতে অভ্যস্ত হয়ে যবে।
তখন বিটকয়েন সহ সকল কিপ্টোকারেন্সির ও ব্যাপক প্রচলন শুরু হবে। তাই এর প্রয়োজনীয়তা বৃদ্ধির কারনে বিটকয়েন সহ সকল ভালো কয়েনের মূল্য ও বৃদ্ধি পাবে।
আসলে এই মার্কেটে অসম্ভব বলে কিছু নেই বলে আমি মনেকরি। কারন যখন বিটকয়েনের মূল্য $১০০-$২০০ ছিলো তখন অনেকেই চিন্তাই করতে পারেনি বিটকয়েনের মূল্য $৪০কে বা $৫০কে যেতে পারে। তাই আমি বলব বিটকয়েনের মূল্য $৩০০কে বা $৪০০কে যেতে পারে এটা অসম্ভব কিছু নয়।