শূন্য জ্ঞানে কখনই ভালো কিছু অর্জন করা সম্ভব নয়. প্রতিটি ক্ষেত্রেই আপনাকে জ্ঞান, অভিজ্ঞতা, এবং ধর্য্য রাখতে হবে. বিনিয়োগ হলো এমন এক জিনিস, যাতে আপনার দক্ষতার পাশাপাশি অনেক বেশি ধর্য্য রাখতে হবে. কারণ বিটকয়েন এ বিনিয়োগ কোনো দ্রুত ধোনি হওয়ার স্কিম নয়, এখানে আপনার আতংকিত না হয়ে দীর্গ সময়ের জন্য হোল্ড করতে হয়, এবং আর জন্য প্রয়োজন উচ্চ ধর্য্য শক্তি। বাজার কমে গেলে কোনো ভাবেই আতংকিত হওয়া যাবে না, বরং তখন আরো কিনতে হবে.
এখন ট্রেডিং হলো এমন এক জিনিস, যাতে আপনার ৩০%দক্ষতা এবং ৭০% ভাগ্যের প্রয়োজন। ট্রেডিং হলো উচ্চ ঝুঁকিপূর্ণ, এখানে আপনার সামান্য একটু ভুলের কারণে আপনার সমস্ত অর্থ হারিয়ে যায়, ট্রেডিং বেশির ভাগ ভাগ্যের ওপর নির্ভর করে, কারণ আমার সাথে অনেক বার এমনও হয়েছে, যখন আমার জেতার উচ্চ সম্ভবনা থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমি হেরে যাই. অথবা যখন আমার অর্থের খুব প্রয়োজন থাকে, তখন আমি হেরে যাই, আর যেকোন অর্থের কোনো জরুরি প্রয়োজন থাকে না তখন আমি ঠিকই জিততে পারি। তাই আমি বলবো যে ট্রেডিং এ দক্ষতার পাশাপাশি ভাগ্যের অনেক বেশি গুরুত্ব রয়েছে।
তাই সবসময় আপনাকে সেই অর্থ দিয়ে ট্রেডিং করতে হবে, যা আপনি হারানোর সামর্থ রাখেন। এবং সবসময় আপনাকে ভালো গবেষণা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে.