আজকের Afghanistan vs Bangladesh টিমের দিতীয় ODI ম্যাচে বাংলাদেশ টিম ব্যাট করতে মাঠে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের টার্গেট দিয়েছিলো Afghanistan টিমকে।আজকের ম্যাচে Afghanistan টিমের ব্যাটসম্যান গুলো Bangladesh টিমের বলার দের কাছে আটকা পরে গিয়েছিলো।Afghanistan টিমের সকল ব্যাটসম্যান ৪৩.৩ ওভারে সবাই আউট হয়ে মাঠ এর বাহিরে চলে গিয়ে ছিলো এই সুযোগে বাংলাদেশ টিম আজকে ৬৮ রানে জয় পেয়েছে।
আমার তো কোনো ভাবেই মনে হয় নাই যে বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে। কারন আফগানিস্তান ঠিক বাংলাদেশের আগের ম্যাচের সিচুয়েশনে ছিলো। এরকম সিচুয়েশন থেকে ম্যাচ হেরে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সেটা যে কোনো টিমের জন্যেই হোক না কেনো। পিচ দেখে মনে হচ্ছিলো যে সেটা স্পিন ফ্রেন্ডলি হবে। কিন্তু যেহেতু আমি খেলা দেখিনি, তাই বলতে পারছি না আসলে এটা কেমন পিচ। তবে এরকম আয়নার মতো পিচ আমি আগে দেখেছি বলে মনে হচ্ছে না।
বাইরের দেশগুলোতে মূলত বাউন্সি উইকেট বানানো হয়। কিন্তু শারজাহ তে বাউন্সি উইকেট হয় কি না, তা আগে কখনো খেয়াল করিনি। যেহেতু সিরিজের হোষ্ট আফগানিস্তান, সেখানে পিচ তাদের মন মতোই বানানো হয়েছে। প্রথমে আমি বাংলাদেশের ব্যাটারদের এই স্লো ব্যাটিংয়ের সমালোচনা করেছিলাম। কিন্তু এই পিচে এটাই আসলে সঠিক এপ্রোচ ছিলো বলে মনে হচ্ছে এখন।
যাই হোক, আপনাকে হুট করেই বাংলাদেশ বোর্ড এ দেখা যাচ্ছে। আপনি তো বিটকয়েনটকে কোনোদিন বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেন নাই? আপনার একাউন্ট সব সময় একটা হ্যাক করা বা সেল করা একাউন্ট বলেই মনে হয়েছে। আপনার নতুন করে ফিরে আসা, আর বাংলাদেশ বোর্ড এ পোষ্ট করা নতুন করে কিছু সন্দেহ নিয়ে আসবে। কয়েকদিন আগে হুট করেই একজন জিজ্ঞাসা করলো আমি আপনাকে চিনি কি না। আমার কাছে ব্যাপারটা রহস্যজনক মনে হয়েছে।