যদিও এই ম্যাচ কয়েকদিন আগে হয়েছে, তবে বাংলাদেশকে নিয়ে যতটা খারাপ ভেবেছিলাম তারা ইন্ডিয়ার সাথে ততটা খারাপ খেলেনি। আর আমরা একজন বাঙালি হয়ে বাংলাদেশের এভাবে বদনাম করতে পারিনা। ইন্ডিয়া ক্রিকেট খেলায় অনেক ভালো এবং প্রতিনিয়তই তারা এমন ভালো খেলে তাই সে অনুযায়ী অবশ্যই আগে থেকে প্রেডিকশন করা যায় যে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বেশি। তাই বলে নিজের দেশকে এভাবে ছোট করা উচিৎ না। প্লেয়াররা অবশ্যই চেষ্টা করে ভালো খেলার জন্য কারণ ম্যাচ জিতলে আমরা যতটা খুশি হই তার থেকে হাজারগুণ খুশি হয় তারা। হাজারো চেষ্টার পর যদি জিততে না পারে তখন তাদের কিছু করার থাকে না। তবে হ্যা তাদের অনেক বেশি পরিমাণে প্রেকটিস করে নিজেদের সকল ধরনের শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত করা উচিৎ
আপনি হয়তো কোথাও ভুল করছেন আমি আমার কথার দ্বারা এটা বোঝাতে চাইনি যে, আমি বাংলাদেশের বদনাম করতেছি আমি তো ভাই প্লেয়াররা খারাপ খেলতেছে এটার কথা বললাম।
আর তাছাড়া এখানে বদনাম করার কথা কি হইলো ভাই? আমাদের প্লেয়াররা লাগাতার খারাপ খেলছে, তাদের কোন প্রগ্রেস নেই,
আমাদের ট্যাক্স এর লাখ লাখ টাকা তারা বেতন হিসেবে নিচ্ছে তাদের থেকে তো এট লিস্ট ১/২টা ম্যাচে হলেও আমরা ভালো পারফরম্যান্স আশা করতে পারি। হার জিত খেলায় থাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধু হারই পাচ্ছি। আর এর জন্যই তাদের ক্রিয়েটিসিজম আমি করেছি এবং সামনে আরো করবো।
তবে আলহামদুলিল্লাহ আজকে হয়তো পাকিস্তানের সাথে আরেকটা আমরা পরাজয় দেখতে পাইতাম কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের খেলোয়ারদের মান-সম্মান বাঁচিয়ে দিয়েছে। লোল