একই ম্যাচে তো টাইগার শোয়েব ও ছিলো। তাকে তো হামলা করা হয়নি। ইন্ডিয়ান রা খুবই উগ্র স্বভাবের। যদি তারা আসলেই এট্যাক করে, তাহলে টাইগার শোয়েব কেও করতে পারতো। এখন আসল ব্যাপার হচ্ছে আমরা কেউ সত্যি টা জানি না। সিসিটিভি ফুটেজ থেকে যা দেখা গেছে, সে হাটাহাটি করতে করতে হটাৎ বসে পড়ে। তারপর পুলিশ আসার পর একবারে হাত পা ছেড়ে শুয়ে পড়ে এবং শেষে তাকে চ্যাংদোলা করে কোলে করে নিয়ে যেতে হইছে। আমার কাছেও ব্যাপারটা নাটক বলেই মনে হয়েছে। আর নগদের যে পরিমানে নেগেটিভ মার্কেটিং করার প্রবনতা, হতে পারে তারাই রবিকে দিয়ে এই নাটক সাজিয়েছে। কারন তারা মূলত টাইগার রবির স্পন্সর। তবে আসল ব্যাপার জানে একমাত্র রবি নিজেই।
নেগেটিভ মার্কেটিং করতে গিয়ে নগদ দেশের নাক কাটিয়ে ছাড়লো আর কিছু না।
যাইহোক আজকে এই থ্রেডে আশার মেইন কারণ হচ্ছে মজার ঘটনা তো ঘটে গিয়েছে, আমাদের পাশের দাদারা আমাদের টাইগার টিমকে বিল্লু বানিয়ে ছেড়ে দিয়ে এখন নিজেরা মনে হয় ইদুর হয়ে যাচ্ছে।
আমার মনে হয় অনেকেই আজকে স্কোর টা দেখেননি তাড়াতাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখে নিন ইন্ডিয়া ভার্সাস নিউজিল্যান্ড টিম। ভাইরে ভাই যে দলে বিরাট কলি, কেএল রাহু্ রহিত শর্মা এদের মতন বড় বড় হাতি রয়েছে সেই ডিম বলে মাত্র 46 রানে অলআউট হয়ে গিয়েছে।
দেখার মতন একটা স্কোর কার্ড-
