যদিও বাংরাদেশের সুপার এইটে যাওয়া অনেকটা সময়ের ব্যাপার মাত্র। তবে নেদারল্যান্ডের আশা এখনো আছে। বাংলাদেশ যদি কোনো ভাবে পরের ম্যাচ নেপালের সাথে হেরে যায় আর নেদারল্যান্ডে পরের ম্যাচ শ্রীলংকার সাথে জিতে এবং ভালো রানের ব্যাবধানে, তাহলেই কেবল তারা সুপার এইটে যেতে পারবে। তবে আশা করি বাংলাদেশ নেপালের সাথে পরের ম্যাচটা হারবে না। আর শ্রীলংকাও নেদারল্যান্ডসকে পরের ম্যাচটা দিয়ে দিবে না।
আর আইসিসির যে গ্রুপ সিস্টেম করা হয়েছে, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তারা অলরেডি কয়েকটা টিমকে পরের রাউন্ডের জন্য সিলেক্ট করেই রেখেছে। সমিকরনটা এমন ভাবে করা হয়েছে, যে ফাইনালের আগে অষ্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে কোনো ম্যাচ হবে না। এভাবে আগে থেকেই সিলেক্ট করে রাখার কারনে একটা গ্রুপে তুলনা মূলক শক্তিশালী প্রতিপক্ষ পড়ছে। অন্যটায় দূর্বল।