আসলে ভাই বর্তমান বাংলাদেশের টিম স্কোয়াড দেখে আমার আশা ভরসা কোন কিছুই নাই বলতে গেলে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত যেই ম্যাচগুলো দেখেছি সেই ম্যাচগুলো দেখার জন্য মনের ভেতর একটা উত্তেজনার কাজ করতো এবং প্রতিটা ম্যাচে দেখার চেষ্টা করতাম। বর্তমানে এইসব এর কারণে বাংলাদেশের ম্যাচ নিয়ে ভিতরে আর কোন ক্রেজ কাজ করে না। আর জানিনা এই স্কোয়াড দিয়ে ভবিষ্যতে কি করবে কারণ এর আগে সিলেক্টর যারা ছিল বা যাদের হুকুম আকামে স্কোয়াড সাজানো হয়েছে তাদেরকে দিয়ে একটু ভরসা নেই।
কি বলবো আসলে বুঝতেছি না। বর্তমানে যারা টিমে আছে, বেশিরভাগ ইয়্যাং প্লেয়ারস। তাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু শান্ত সেদিন বলছিলো যে তারা ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে টিম গুছানোর চেষ্টা করছে। ২০১৫ থেকে ২০২০ এর মধ্যে বাংলাদেশ দলে মাশরাফি ছিলো। যে নিজে পারফর্ম করুক আর না করুক, দলকে একদিকে টেনে নিয়ে গেছে। বোলার হিসেবে সে যে খুব ভালো ছিলো, তা বলবো না। মাঝে মাঝে দরকারি সময়ে ভালো স্ট্রাইকরেট এ ব্যাট করেও দলের কাজে আসছে।
আমি মনে করি দলের ক্যাপ্টেন সব সময় ম্যাচিউরড একজন প্লেয়ার থাকা উচিৎ। যিনি সবাইকে একটা বন্ডিং এ রাখতে পারবে। এই হাথুরু আবার ফেরত আসার পর থেকে দলে যে কোন্দল হয়েছে, সেখান থেকে অনেকেই যারা সুযোগ পাওয়া উচিৎ ছিলো, তারা হারিয়ে গেছে। আবার ভালো তেমন প্লেয়ার ও তৈরি হয় নাই। যে কারনে বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা হারের বৃত্ত থেকে বের হতে পারি না।
রিয়াদ ভােই আজকে টি টুয়েন্টি থেকে অবসর নিলো। সিদ্ধান্ত আরো আগে নেয়া যেতো। তবে আমি মনে করি উনি এখনো ২-৩ বছর ওয়ান ডে খেলতে পারে। টি টুয়েন্টির জন্য যুবকদের বানানো হোক ভালো করে।