আসলে বাহিরের দেশগুলোতে যেভাবে প্রোমোশন করা হয় সেভাবে প্রোমোশন আমাদের বিপিএলে হয় না এবং তাছাড়া আপনি অলরেডি অন্য আরেকটা পোস্টে মেনশন করেছেন টিমগুলো সঠিক সময়ে প্লেয়ারদের টাকা প্রদান করে না এর জন্য নামি দামি প্লেয়ার গুলা এই লীগ থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এর জন্য হাইপ অটোমেটিক্যালি কমে যাচ্ছে।
যাইহোক আমার বিষয়টা একটু ভিন্ন ছিল মাঝখানে কয়েকদিন একটু ব্যস্ততার কারণে বিপিএলের স্কোর দেখার সময়টাও পায়নি।
তবে আজকে চেক করলাম খুলনা টাইগার এবং রংপুর টাইগার্স এই দুটোকে দেখে মনে হচ্ছে এবার তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের মোস্ট ফেভারিট টিম। এখন দেখার বিষয় তারা এই পারফরম্যান্স ভবিষ্যতে কেমন কন্টিনিউ করতে পারে। অলরেডি খুলনা আপনার করা এই পোস্টের পর আরেকটা ম্যাচ জিতে নিল।
গতকাল ফেইসবুক স্ক্রল করার সময় একটা পোষ্ট চোখে পড়লো। সেই পোস্ট এ উল্লেখ করা হয়েছে বিপিএল এর মান কেনো খারাপ। তাদের মতে, বিশ্বের প্রায় সকল দেশের লীগে ক্যাসিনো ওয়েবসাইটের প্রমোশন একসেপ্ট করা হয়। সেসব টুর্নামেন্ট এ হিউজ পরিমানে ইনভেষ্ট করে থাকে ক্যাসিনো গুলো। যেখান থেকে আয়োজন অনেক টাকা পায়, এবং সেই টাকা ব্রডকাষ্টিং থেকে শুরু করে অন্যান্য যায়গায় খরচ করা হয়।
কিন্তু, বাংলাদেশে তারা কোনো ক্যাসিনো কোম্পানীর প্রমোশন একসেপ্ট করছে না। যেসব লোকাল ব্র্যান্ড গুলো দলের বা বিপিএল এর স্পন্সর করে, তারা সেসব ক্যাসিনো বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর মতো টাকা পয়সা দেয় না। যে কারনে, দল গুলোও ঠিকমতো টাকা পরিশোধ করতে পারে না, কতৃপক্ষ বেশি টাকা ব্যায় করতে পারে না। যদিও আমি মনে করি, কে ইনভেষ্ট করলো, কে করলো না, সেটার ওপর খেলোয়ারের পেমেন্ট ডিপেন্ড করে না। প্রতিটা দলের উচিৎ, সঠিক সময়ে খেলোয়ারদের পেমেন্ট করা।