বিশ্বাস করেন রাসেল ভাই, এই বি পি এল এর একটা ম্যাচ ও আমি দেখি নাই। মাঝে মাঝে দোকানে বা হসপিটালে খেলা চলাকালীন টিভিতে মিনিট পাচেক এর জন্য হয়তো দেখেছি। কিন্তু বিপিএল এর জন্য আমি কোনো ক্রেজ ফিল করি না। ক্রিকেটের প্রতিই আসলে তেমন কোনো ক্রেজ ফিল করি না এখন আর। তবে গতকাল রাতে বিদেশি একজনের এনালাইসিস দেখলাম যে রংপুরের এবং ঢাকার যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচে নাকি বোলার ফিক্সিং করেছে। এনালাইসিস দেখে যা বুঝলাম, এখানে মনে হওয়ার কিছু নাই। এটা সরাসরি ফিক্সিং করেছে এবং এতে কোনো সন্দেহ নাই। আবারো বিপিএলে কালো থাবা।
ধুর মিয়া আপনি কি কন আবার।
আমি কি বিপিএলের কথা বলতেছিলাম নাকি।
আমি ইংল্যান্ড এবং ইন্ডিয়া এর ম্যাচটির কথা বলতেছিলাম ইংল্যান্ডের ব্যাটিং লাইনে এতটা বাজে হয়ে গিয়েছে সত্যিই ইংল্যান্ড টিমের জন্য লজ্জাসকর। বিশেষ করে তাও আবার সেটা ইন্ডিয়ার মাটিতে।
আর বাংলাদেশ এর বিপিএল লিগের কথা বলতে গেলে আমারও অবস্থা অনেকটাই আপনার মতনই একদিন স্ত্রীকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তখন কিছু ম্যাচ চেক দিয়েছিলাম পাশাপাশি বাইরে গেলে একটু একটু বন্ধু-বান্ধবদের সাথে আলাপ আলোচনা।
আর দিনশেষে পুরনো অভ্যাস espncricinfo গিয়ে বিভিন্ন ক্রিকেট ম্যাচগুলোর স্টাটস দেখা।
যাই হোক বুঝলাম না কোন প্লেয়ার আবার এই আকাম-কুকাম করে নিল এমনিতেই বদনামের শেষ নাই। রংপুরের সাথে ঢাকার নাকি রংপুরের সাথে রাজশাহীর ম্যাচে? কারণ আমি দেখতেছি রংপুর রাইডার কে রাজশাহী টিম ম্যাচ হারিয়েছে।