ভাই এটা কোনো রিউমার না। এটা আসলেই ঘটেছে। তবে বিসিবি বা আইসিসি সাধারনত এসব ব্যাপার তদন্ত না করে কোনো একশন নেয় না এমন কি কোনো মন্তব্য ও করে না। আপনি এই ব্যাপারে ইন্টারনেটে সার্চ করলে বিস্তারিত জানতে পারবেন। বেটিং সাইট গুলোতে একটা টার্গেট ছিলো যে এতো ওভারের ভেতর রংপুর এতো রান করবে, এটার ওপর সমানে বেট হচ্ছিলো। কিন্তু একসময় ইকুয়েশন এমন দাড়ায় যে সেই টার্গেট পুরন হতে ১ বলে ১৩ রান বা ৯ রানের দরকার, সঠিক নাম্বার টা আমার মনে নাই। ঠিক সেই মুহুর্তে ঢাকার বোলার এমন ওয়াইড দিলো যেটা বাউন্ডারি পার হয়ে গেছে। এবং পর পর কয়েকটা ওয়াইড দিয়ে ম্যাচ শেষ করে দেয় এবং সেই টার্গেট এর ভেতরেই ম্যাচ শেষ করে। আমি এটা নিয়ে বিস্তারিত পড়েছিলাম।
এটা যদি রিউমার না হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন আইসিসি এর স্যাংসন পাওয়ার জন্য।
আর তার চাইতে আরো এক্সট্রা বেনিফিট তো হবেই এই দেশের এই লীগে এই ধরনের ম্যাচ ফিক্সিং হয় আর এইভাবে চলতে থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে আর দেখতে হবে না এখন তো পাকিস্তান এবং অন্যান্য দেশের কিছু কিছু প্লেয়ার খেলতে আসে সামনে তাও আসবে না।
ভাই আজকের খেলা দেখেছেন রাজশাহী এবং রংপুর রাইডার্স এর মধ্যে?
বুঝলাম না রংপুর রাইডার্স এর কি হইল রাজশাহীর নিকট এ নিয়ে পরপর তারা দুইবার হারলো তাও টানা সবগুলো ম্যাচ জিতে।
রংপুর রাইডার্স এর ব্যাটারটা কি এতই দুর্বল হয়ে গিয়েছে মাত্র ১১৯ রান এর টার্গেট চেজ করতে পারে না। নাকি কাহিনী এখানেও অন্য কিছু রয়েছে?