জি ভাই বলেছিলেন, এখন বি সি বি এর অফিসিয়াল তদন্তের রিপোর্ট অপেক্ষায় রয়েছি। এখন তারা কি রিপোর্ট দেবে এটাই দেখব, আপনি ভাই সেই ক্রিকবাজ এর নাম বললেন এটা তো একটা ইন্ডিয়ান সাইট মনে হয়।
যদি প্লেয়াররা ম্যাচ ফিক্সিং করেও থাকে এই ইন্ডিয়ান ওয়েবসাইট এ আর্টিকেল দেখে আমার বিশ্বাস করতে ইচ্ছা করতেছে না।
তবে ভাই কিছুতো একটা হয়েছে না হলে বিসিবি কেন তদন্ত করবে।
যদিও দাদাদেরকে আমিও বিশ্বাস করি না, কিন্তু যেটা বিসিবি নিজেই তদন্ত করছে এবং মিডিয়ায় রিপোর্ট এসেছে, সেটা নিয়ে আসলে দাদাদের ব্লেইম দিয়ে কাজ নেই। তবে দাদারা সেটাকে অতি রন্জিত করতে পারে বলে আমারো সন্দেহ আছে। সবচাইতে বড় কথা হলো, আসিফ মাহমুদ সজিব ভুইয়া, ড. ইউনুুস বললো এবার সেরা বিপিএল হবে, এগুলো হচ্ছে টা কি? রাজশাহীর নাকি ফেইসবুক পেইজ গায়েব, দলের কোনো ষ্টাফ কে রিচ করা যাচ্ছে না, মালিক উধাও, খেলোয়ার রা পেমেন্ট এর জন্য অপেক্ষা করছে, এগুলো কি হচ্ছে?
আমার তো খুলনা টাইগার্সের উপর ভরসা।
ভাড় মে যায়ে ভাইয়া! আমি খেলা দেখি না। খালি স্কোর দেখি। আর কারো ওপর আমার কোনো ভরসা নাই।
