আসলে কি btt এর মতো এখানে মনিটরিং করার মতো লোক খুব কম আছে। btt মেরিট সিস্টেম করা হইছে আর নির্দিষ্ট কিছু মেরিট ছাড়া র্যাংক আপ হয় না তাই অনেকেই আছে যারা এইসব খুজে বেড়ায় পেলে রিপোর্ট করে মেরিট পাওয়ার জন্য কিন্তু এখানে সেই সিস্টেম না থাকায় সবাই নিজে ইচ্ছামত পোস্ট করে র্যাংক বাড়াতে ব্যাস্ত। আমি গত ১ সপ্তাহে অনেক পোস্ট ডিলেট করছি যারা স্পামিং করছে এবং যেগুলা AI পোস্ট মনে হইছে৷ আমি আপনাদের বলবো এমন কিছু পাইকে report to Moderator করে আমারে একটু হেল্প করবেন। কারন বাংলাতে যদি আমরা এগুলো পরিস্কার করতে না পাড়ি তাইলে বাংলা বোর্ডের কোনো রেপুটেশন থাকবে না। btt তে তো বাংলাদেশ নিয়ে অনেক সুনাম তা আপনারা জানেন তবে এখানে যেহেতু আমরা নিজস্ব বোর্ড পাইছি তাই এইটা আমাদের কেয়ার করতে হবে।
জি ভাই এটা আসলে সঠিক যে বিটকয়েন টক ফোরামে ট্রাফিক বেশি হওয়ার কারণে সেখানে সিগনেচার ক্যাম্পেইনও বেশি এবং সেই সাথে সাথে ফোরামের মেম্বারগণও বেশি আর সাথে সাথে মেম্বাররা এই ধরনের কোন পোস্ট দেখলে রিপোর্ট টু মডারেটর এর পাশাপাশি রেপুটেশন বোর্ডে+ মেটা বোর্ডে টপিকগুলোতেও রিপোর্ট করে ফলাফল স্বরূপ তাদেরকে ব্যান করে দেওয়া হয়। কিন্তু এই ফোরামে এই বিষয়গুলোতে দেখলাম এডমিন মডারেটর গুলো কিছুটা নমনীয় আচরণ করে, যদিও বর্তমানে ব্যাতিক্রম দেখা যাচ্ছে এবং আমি মনে করছি অতি শীঘ্রই ফোরাম এদের ব্যাপারে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। আর টেক কেয়ারের কথা এখানেও শুরু হবে কারণ অলরেডি দেখা যাচ্ছে যে বিটকয়েন টক ফোরামের রেপুটেবল কিছু মেম্বারগণ অলরেডি এখানে তাদের একাউন্ট টেলিপোর্ট করেছেন। আর আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা করব।
আমি যতটুকু জানি, এখানেও কপি পেস্ট রিপোর্ট করলে পজেটিভ কারমা পাওয়া যায়। বা রিপোর্ট টু মোডারেটর করা হলে সেই রিপোর্ট যদি হ্যান্ডেল করা হয়, তাহলেও পজেটিভ কারমা দেয়া হয়। কিন্তু আমাদের লোকালে কি সিস্টেম সেটা আমি জানি না। আমি কিন্তু এই ফোরামে আসার কিছুদিন পরেই একজন মোডারেটরের কপি পেস্ট রিপোর্ট করেছিলাম এবং সেই মোডারেটর কে স্ট্রাইক দেয়া হয়েছিলো। পরে আবার তিনি আপিল করে স্ট্রাইক সরিয়েছেন। সেই রিপোর্ট হ্যান্ডেল করার পর আমাকে সম্ভবত ৫ টা পজেটিভ কারমা দিয়েছিলো। যাই হোক, আপনাদের পোস্ট ভালো লাগলেই আমি পজিটিভ কারমা দিচ্ছি। কারমা দেয়ার একটা হ্যাভিট করা জরুরী।
আমার মনে হচ্ছে আমি আপনার ওই রিপোর্ট এর পোস্টটা দেখেছিলাম হাইয়ার রাঙ্ক এর একজন মেম্বার ছিল মনে হয়। যাই হোক রিপোর্ট করলে যে পজেটিভ কারমা পাওয়া যায় এটার পুনরায় রিমাইন্ডার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

জি ভাই আমাদের অবশ্যই এই কারমা দেওয়ার অভ্যাসটা তৈরি করার জরুরী। বিটকয়েন টক ফোরামে সেন্ডাবল মেরিট লিমিটেড থাকার কারণে হয়তো অনেকে এটা দিতে কৃপণতা করে। কিন্তু এইখানে তো আমাদের কারমার সিস্টেমটা অফুরন্ত, তাই আমি মনে করি ভালো পোস্ট দেখলে আমরা একে অন্যকে কারমা দিয়ে সাপোর্ট করাটা জরুরী।
তবে যদি ফোরামের মধ্যে রেংকিং আপ নিয়ে বা আমার থেকে ওর কারমা বেশি হয়ে গেল এগুলো নিয়ে ঈর্ষা করলে কেউ কাউকে কারমা দেবে না, কজ উই আর টিপিকাল বাঙালি।

বাই দা রাস্তা +1