আসলে অন্যান্য নতুন কয়েন গুলোর নেটওয়ার্ক এর সাথে কম্পিটিশনে এই পলিগন বা ম্যাটিক কয়েন তেমন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি তাই এর অবস্থা দিন দিন করুন হচ্ছে।
এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন এর জন্যই এই অবস্থায় আছে যদি তারা উইথ লড়াইয়ের জিতে যেত তাহলে তাদের অবস্থান আজকে ভালো হতো এরকম পজিশনে তারা থাকতো না। তবুও তারা হাবুডুবু করে যে টিকে আছে এই অনেক ভাই।
আসলে পলিগনের জন্য এ বছরটা শুভ করছিল না এ বছরে তাদের মার্কেট ক্যাপ ৭০০ মিলিয়ন এর ঘরে এসে পড়েছিল যা ২০২১ সালের পর থেকে তাদের সবচেয়ে কম মার্কেট ক্যাপ। যেখানে 2021 সালে অলিগণের মার্কেট ক্যাপ ছিল ১৮ বিলিয়নের উপরে প্রায় উনিশ বিলিয়ন সেখানে তাদের মার্কেট ক্যাপ এখন মিলিয়নে এসেছে।
যদিও দেখা যাচ্ছে বর্তমানে তারা রিকভারি করতেছে গত সাত দিনের মধ্যে আজকে আবার মার্কেট ওয়ান বিলিয়নের মধ্যে পৌঁছেছে।
অল্পের জন্য ভাই তাহলে বেঁচে গেছেন যদি আপনি এটা সেন্ট্রালিস এক্সচেঞ্জারে না রাখতেন তাহলে আর এটা ফেরত পেতেন না লস হয়ে যেতে হয়। আপনি বিশ্বস্ত এক্সেঞ্জারের ছিলেন বলেই এটা পেয়েছেন তা না হলে ভাই এমন অনেক দেখেছি যারা হারিয়ে ফেলেছে আর ফেরত পায়নি।
এটা ভাই উল্টা কথা বললেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এই যত সব ঝামেলা বাদে যেমন ম্যাটিক পলিগনে আপগ্রেড করেছে তাই কত নানান বাহানা কয়েক দিনের জন্য কয়েন গুলোকে ফ্রিজ করে রাখা হলো উইথড্র করা গেল না আবার পরবর্তীতে আবার নতুন করে মার্কেট শুরু করেছে।
আর সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যদি না রাখতাম আমি বুঝাতে চাচ্ছি যে যদি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রাখতাম তাহলে এগুলোর কোন কিছুই আমাকে ফেস করতে হতো না। আর বাইনান্স হয়তো টপ এক্সচেঞ্জার দেখে এই ফান্ডটাকে ফেরত দিয়েছে এমন অনেক এক্সচেঞ্জার রয়েছে যেখানে এরকম সিচুয়েশনে আর ইউজার তাদের ফান্ড ব্যাক পায় না।