
আপনারা মার্কেটের অবস্থা কি খেয়াল করেছেন। ইথেরিয়াম গতকাল ৪০০০ ডলারের উপরে উঠেছিলো। বিটকয়েন সর্বোচ্চ মূল্য অতিক্রম করলেও, ইথার এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য স্পর্শ করতে পারে নাই। যাইহোক, আপনার এই বিষয়ে কি মনে করেন ইথার এর দাম ২০২৫ সালে কত আশা করেন।
যে কয়েকটি কয়েনের ভবিষ্যৎ ভালো বলে আমি মনে করি তার মধ্যে ইথারিয়াম অন্যতম, গতবার বুল রানের সময় অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে ইথারিয়াম এর দাম কিভাবে পাম্প করতে পারে।
এখন প্রাইস প্রিডিকশন করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে কখনোই বলা যাবে না যে ইথারিয়াম দাম কোন পর্যায়ে যেতে পারে তবে আমার ধারণা এবং কিছু কিছু এনালাইসিস এর মাধ্যমে যা অনুমান করা যায় যে ইথারিয়ামের দাম ২০২৫ সালে বুল রানের সময় ৬কে থেকে ৮কে এর মধ্যে হতে পারে, এর বেশি হতে পারে বলা যায় না।
আমি ইথারিয়াম এর পাশাপাশি আরো কয়েকটি ভালো কয়েন যেমন লাইট কয়েন, বি এন বি কয়েন, পলিগণ মেটিক কয়েন ইনভেস্টমেন্ট রেখেছি লং টার্ম এর জন্য।