আজকে মার্কেটের অবস্থা দেখেন কি বিটকয়েনের দাম খুব বেশি ডাউন হয়েছে তা নয় তবে আল্টকয়েনের দাম ব্যাপক হারে কমেছে। যেখানে সবাই আছে আল্ট এর বুল সিজনের অপেক্ষায় সেখানে আজকে যতটুকু ডাউন করেছে সকল কয়েনের দাম সেটুকু রিকভার হতে অনেক সময় চলে যাবে তাহলে বুল রান আসবে কখন। এবারের মার্কেট কন্ডিশন দেখে পজিটিভ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গতকালকেই নিউজ পেয়েছিলাম যে বিটকয়েনের দাম ৯৩ হাজার ডলার পর্যন্ত নামতে পারে তাই আমি গতকালকেই আমার কিছুই ইনভেস্টমেন্ট ছেড়ে দিছি আর স্ট্যাবল কয়েন বানিয়ে রেখেছি। আজকে আবারো সেগুলো বাই ব্যাক করলাম। এতে আমার সেই কয়েনগুলোর পরিমাণ বেড়ে গেল। এখন দেখি অপেক্ষা করে কি হয়।
ভেবেছিলাম এই ডাউন এর ফলে altcoin এর ডমিনেন্স কিছুটা হলেও বাড়বে, কিন্তু ঘটনা ঘটলো উল্টো বিটকয়েন ডমিনেন্স বেড়েছে এবং altcoin ডমিনেন্স কমে গিয়েছে যদিও এখনো সময় শেষ হয়ে যায়নি, কারণ ক্রিপ্টো মার্কেটটাই এমন যে যখন আপনি মনে করবেন মার্কেটের সব শেষ হয়ে গিয়েছে এবং ফেল দিয়ে দেবেন তখনই দেখবেন মার্কেট আবার রিকভার করে আকাশে উঠে গিয়েছে।
আমি তো এক্সপেক্ট করেছিলাম যে বিটকয়েন ১ লাখ ২০ হাজার ডলার পর্যন্ত সহজে যাবে কিন্তু ট্রাম্পের টেক্স ঘোষণা এবং deepseek এর আগমনে USA এর এক ট্রিলিয়ন ডলারের উপরে লস সবকিছু মিলে crypto মার্কেটে বিশাল ইম্প্যাক্ট পড়েছে।
এখনো আমিও চেয়ে আছি যে কবে আবার মার্কেট রিকভার করবে, নাকি আসলেও বুল সিজন শেষের দিকে।