মাঝে মাঝে ETH এর দাম বাড়তে দেখা যায়। আমি কনফিউশনে আছি কখনো কখনো মনে হচ্ছে আল্টকয়েনের bull Run আসবে কিন্তু এর জন্য বিটকয়েনকে স্টাবল হতে হবে। বিটকয়েনের দাম কখনো কখনো ৪-৫ হাজার ডলার করে কমতে দেখা যায় তখন আল্টকয়েনগুলো নিজেকে কন্ট্রল করতে পারে না। এটা স্বাভাবিক কারন বিটকয়েনের সাথে সব টপ কয়েনের ট্রেডিং পেয়ার আছে তাই বিটকয়েনের দাম কমলে সেগুলো অটোমেটিকলি কমে যায়। আবারো খেয়াল করেন কিছু কিছু কয়েন বিটকয়েনের দাম কমলেও সেগুলো পাম্প করতেছে। তাই এখনো মনে হচ্ছে bull run এর একটা সম্ভবনা আছে। তবে এখন আল্টকয়েনগুলোর দাম কমে পেলেও কিনতে অনেক ভয় করে যে যদি বিটকয়েনের বড় ক্রাশ দেখা যায় তাহলে আল্টকইয়েনের অবস্থা অনেক খারাপও হতে পারে। আর তখন সেই লস রিকভার হতে অনেক টাইম লাগবে। কি করি বুঝতেছি না এই Bull Run এর তেমন কিছু করতে পারলাম না।
আজকের কথা কি বলবেন ভাই?
আজকে তো মার্কেটে পুরো রোলার কোস্টার যাচ্ছে বিটকয়েন ডাম্প করার সাথে সাথে অ্যালকোহলেও আমরা বড় বড় ধস দেখতে পাচ্ছি ইথারামের কথা কিছু না হয় নাই বললাম। এটা গত কিছুদিন আগের বুলিস মার্কেটেও খুব একটা বেশি এক্সপেক্টেড পারফরম্যান্স দেখায়নি।
আজকে বিটকয়েন দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাইজে এসেছিল, এবং সাথে সাথেই মার্কেট থেকে SOL, XRP এবং ADA এর মতন কয়েন গুলো থেকে 300 মিলিয়নেরও উপরে লিকুইডেশন করে নিয়েছে। এখন আমিও বুঝতেছিনা এগুলোর রিকভার কবে হবে।
তবে আশা রাখতেছি একটাই যে যখন মার্কেটে এই ধরনের সময়ে লিকুইডেশন বেশি হয় তখনই সামনে ভালো কিছু আসার সম্ভাবনা থাকে।