https://www.binance.com/en/events/TapSwapReferral
আমি আজকে এটা দেখেছি যে তারা বিনান্সের সাথে একটি প্রোগ্রাম করছে তাহলে তারা তাদের ইউজারদের বিনান্সে একাউন্ট করাচ্ছে এবং নতুন একটি টাস্কও তারা এনেছে সেখানে বিনান্সে একাউন্ট করে বিনান্সের UID দিতে হচ্ছে যার বিনিময়ে তারা ইউজারদের তিন মিলিয়ন করে কয়েন দিচ্ছে। তাই তাদের নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি অনেকদিন পর আবারো আজকে tapswap এর কয়েন কালেক্ট করতে শুরু করেছি। দেখি কয়েকদিন করতে থাকি শেষ মুহূর্তে কি হয় সেটিতে দেখার অপেক্ষায় থাকি। যেহেতু এখানে কোন বিনিয়োগ করতে হচ্ছে না তাই ফ্রিতে কিছু পেলে ক্ষতি কি আর ফেইল হলেও লস নাই।
অইতো, যেমনটা বললাম, এতো বড় কমিউনিটি তৈরি করে তারা যদি টোকেন লিষ্ট না করে, তাহলে তো অনেক বড় বোকামি হবে। তবে তারা ট্রিকস করে এক প্রকার ইনভেষ্টর বের করে নিচ্ছে। ট্যাপসোয়াপ অলরেডি ২গুন টোকেন দেয়ার বিনিময়ে টুন কয়েনে পেমেন্ট নিয়ে ভালো পরিমান কিছু ইনভেষ্টমেন্ট নিয়ে নিচ্ছে। যেটা তারা লিষ্টিং ব্যায় সহ অন্যান্য খাতে খরচ করবে বলে মনে হয়।
যেহেতু বাইনান্স তাদের সাথে কলাব করেছে, আমি আশাবাদী ট্যাপসোয়াপ বাইনান্সে লিষ্টিং হতে পারে। তবে প্রফিটের ব্যাপারটা বলা যাচ্ছে না। যাদের ১০০ মিলিয়ন + টোকেন আছে, তারা হয়তো কিছু প্রফিট নিয়ে বের হতে পারবে। যাই হোক, কোনোটাই ফাইনান্সিয়াল এডভাইজ নয়।