যারা গ্রাস এয়ারড্রপ সম্পর্কে জানেন বা গ্রাস মাইনিং করেছিলেন, আপনারা তো মনে হয় জানেন যে গ্রাস লিষ্টিং হয়েছে। আমি ফাইনাল এলোকেশন পেয়েছিলাম ২৮ টা গ্রাস টোকেন। যেহেতু প্রায় সব এয়ারড্রপ হওয়া টোকেন লিষ্টিং এর পর পর ডাম্প করতে শুরু করে, তাই আমি আমার 14 টা গ্রাস টোকেন সেদিনই ০.৭ ডলার করে সেল করে দেই। আমি প্রায় ১০ ডলারের কাছাকাছি পেয়েছিলাম। সেদিন থেকে শুরু করে, গ্রাস হুট করেই পাম্প করা শুরু করে যেটা বর্তমানে ২.৬ ডলারে অবস্থান করতেছে। আমি এখনো ১৪ টা গ্রাস টোকেন হোল্ড করতেছি যেটার দাম প্রায় ৩৬ ডলার। এখন ২৮ টা টোকেন থাকলে ৭০ ডলারের বেশি দাম থাকতো। যাই হোক, যেটা সেল করে ফেলেছি, সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবতেছি এই বাকি ১৪ টা সেল করে দিবো, নাকি হোল্ড করবো?