একটা সময় ছিল এই ফোরাম অনেক একটিভ ছিল তখন এখানে কোন ক্যাম্পেন ও আসতো না। আর হঠাৎ করে সব সবাই ইন্যাকটিভ হয়ে গেছে তখন থেকেই যখন ফোরামের এডমিন আল্ট একাউন্টগুলো ধরতে শুরু করেছে। আসলে কি বলবো বাঙালির স্বভাব হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এটাই কয়েকটি স্লট দখল করবে। কিন্তু এখন সেই সিস্টেম না থাকায় এখানে তারা এক্টিভ হচ্ছে না। কারণ এডমিন সব সময় আইপি ট্র্যাক করে, তাই কোনভাবেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ নেই। দেখা যাক এরকমভাবে কতদিন চলে তবে যারা এখন থেকে পরিশ্রম করতেছে তারাই ভালো কিছু পাবে। কারণ তাদের ইতিমধ্যেই ফেস ভ্যালু বাড়তে শুরু করছে
আপনার এই কথাটা একেবারে জায়গামতো লেগে গেলো। আমি অনেকদিন ধরেই কোনো ক্যাম্পেইনে ছিলাম না, তবুও ফোরামে এক্টিভ থাকতাম, দিনে একটা হলেও পোস্ট করতাম। আর D. টিমের মেম্বার হওয়ায় প্রতিনিয়তই স্প্যামার, সিলার, এআই পোস্টারদের মতো এবিউজারদের রিপোর্ট করার সুযোগ হতো। এতে করে সবার কাছে পরিচিতিও পাইতাম, আর মাঝখান দিয়ে কারমাও আসতো। ফলস্বরূপ আমাকে এক্সসেপ্ট করা হইছে, আমার সিগ্নেচারের দিকে তাকালেই তা বুঝতে পারবেন। আমার রাঙ্কের আশেপাশে যারা আছে বা আমার উপরের রাঙ্কের, তাদের কাছেও মেইবি এতো কারমা নাই, কথাটা নিজের ঢোল পেটানো মনে হলেও এটাই বাস্তবতা। হার্ড ওয়ার্ক করছি এজন্য তার সুফল পাইতেছি।
আমাদের আসেপাশে যারা ছিলো, যারা গণহারে বিটিটি থেকে এখানে টেলিপোর্ট করছিলো, তাদের বেশিরভাগই আর ফোরামে এক্টিভ নাই। থাকবেও বা কেনো তারা শুধু আসছে টাকার জন্য, আর যখন দেখছে, এখানে লাইন করা এতো ইজি না, তখন আস্তে করে সটকে পড়ছে। এদের মোটিভেট হলো টাকা, টাকাও নাই চেষ্টাও নাই। হা হা হা এটাই বাস্তব।
