থ্রেডটি আমি খেয়াল করিনি! আপনাকে অনেক বেশি ধন্যবাদ থ্রেডটি ওপেন করার জন্য। যদিও আমার উল্লেখ করার মতো কোনো পয়েন্ট বা কারমা এখনো হয়নি, আর আমি সেভাবে খেয়ালো করিনি। তবে আমি আস্তে আস্তে ১০০ কারমার দিকে এগিয়ে যাচ্ছি। ১০০ কারমা হলে এখানে পোষ্ট করবো। আর পয়েন্ট এর ব্যাপারে বলবো, আপনি যেভাবে মিলিয়ে পয়েন্ট করেছেন, এভাবে আসলে মেলানো যায় না। আমার মনে পড়ে না আমি কখনো আমার পয়েন্ট এরকম রাউন্ড ফিগার দেখেছি কি না। আপনি চাইলেই পরের পয়েন্ট ৪৫ হাজার করতে পারবেন বলে মনে হয় না। যাই হোক, অনেক অনেক সুন্দর সুন্দর নাম্বারের কম্বিনেশন হতে পারে, সেগুলোও পোষ্ট করবো।