ওকে ভাই আপনার কথা রাখার চেষ্টা করব ধন্যবাদ এরকম উপদেশ দেওয়ার জন্য। কিন্তু এখানে আপনারা এত ধীরগতিতে পোস্ট করেন এর কারণ খুঁজে পাইতেছি না।
সাধারণত একজন একটিভ ইউজার একদিনে ৪ থেকে ৫ টি পোষ্ট করে থাকে। কেউ কেউ আরেকটু বেশি করে। তবে বেশি পোষ্ট করতে গেলে পোষ্ট এর কোয়ালিটি মেইন্টেইন করা সম্ভব হয় না। ধরেন আমি ৪-৫ টা পোষ্ট বেছে বেছে বোর্ড গুলোতে করলাম, কিন্তু আমাকে একদিনে ১০ টি পোষ্ট করার কথা বলা হলে যেখানে আমার পোষ্ট করার ইচ্ছা ছিলো না, সেখানেও পোষ্ট করতে হবে। ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও এবং ইন্টারেস্টিং না হওয়া সত্ত্বেও আমার এই পোষ্ট ফোরামে তেমন কোনো ভ্যালু এড করবে না। মান হীন ২০ টা পোষ্ট করার চাইতে মানসম্মত ৪ টা পোষ্ট করা অনেক ভালো। অতিরিক্ত পোষ্ট করতে গিয়ে স্প্যামার ট্যাগ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা কেউ চাই না।
যদি লোকাল বোর্ড এর কথা বলেন, ফোরামে অনেক অনেক বোর্ড আছে। প্রতি বোর্ড এ কখনোই পোষ্ট করা সম্ভব না। সারাদিনে যে ৫ টা পোষ্ট করি, এর মধ্যে লোকাল বোর্ড এ ১ টা পোষ্ট করার চেষ্টা করি। এতে করে আমি ফোরামের পাশাপাশি লোকাল বোর্ড এও কন্ট্রিবিউট করলাম। আর যদি সব পোষ্ট লোকাল বোর্ড এই করি, তাহলে ফোরামের অন্যান্য বোর্ডের অন্যান্য ডিসকাশন গুলো মিস করবো। তাছাড়া যারা শুধু লোকাল বোর্ড এ পোষ্ট করে, ক্যাম্পেইন ম্যানেজার রা তাদেরকে হায়ার করবে না। পোস্টিং এর ব্যালেন্স বজায় রাখার জন্য লোকাল বোর্ড এর পাশাপাশি গ্লোবাল বোর্ড এ পোষ্ট করা জরুরী। আশা করি বুঝতে পেরেছেন।