কিছুনা, জিরো থেকে
হিরো হইছি তো, তাই একটু সো অফ করতে আসিলাম।
ওহে Crypto Library, যদি লাগানোর মতো মনে হয় তাহলে লাগিয়ে দিয়েন (ডট ডট ফটক আরকি), আর যদি মনে হয় দরকাই নাই তাহলে থাউক, স্মৃতি হিসেবে রেখে দিলাম পোস্ট আকারে।
বাই দা ওয়ে শীতে বেশি বেশি করে লাগাতে ভুলবেন না কিন্তু (....ভ্যাসলিন ভ্যাসলিন)
১১ টা মাস মারা খাওয়ার পর ডিসেম্বরে দেখি সব ভালো ভালো জিনিস হচ্ছে। ভয়ে আছি, বড় মারা মেইবি ২০২৫ এই খাবো।
-ডিএস

আমি এই নিয়ে গ্লোবাল বোর্ডে একটি থ্রেড খুলেছি আর এই থ্রেডটা খুলেছি শুধুমাত্র আমাদের বাংলাদেশী লোকাল কমিউনিটি এর জন্য।
মিয়া কোন চিপায় খুলছো? আমার চোঁখে তো পড়লো না! লিংক দাও।