আমি অলরেডি কয়েকজনকে আমার ওয়াচলিস্টে রেখে দিসি। বেশি কাহিনি করলে রিপোর্ট মেরে দিবো! কিছু কিছু একাউন্ট আবার দেখলাম হুদাহুদি ২-৩ বছর আগের পোস্ট বাম্প করা শুরু করছে, নেকরোবাম্প। আর আরেকজন কে দেখলাম লোকালে বসে স্পামিং করতেছে। হেতি হয়তো মনে করছিলো লোকালে কেউ কিছু বলবে না, দেবেও না। বাট এদিকে গ্লোবাল থেকে একজন এসে তাকে রিপোর্ট মেরে গেছে লল.... 
ভাই যারা লোকালে স্প্যামিং করে, স্প্যামিং করা মূলত তাদের কমন একটা আচরণের মধ্যে পড়ে যায় তাই এমন না যে তারা শুধুমাত্র লোকাল বোর্ডগুলোতেই স্প্যামিং করে, ওইসব অ্যাকাউন্ট ভালো করে যদি চেক দেন দেখবেন গ্লোবালে গিয়েও তারা স্প্যামিং করতেছে।
তাই যখন গ্লোবালে কেউ তার পোস্টগুলো চেক দিয়ে দেখতে যায় তখন পোস্টের সাইজ দেখেই বুঝতে পারে যে স্প্যামিং সেটা হোক অন্য ভাষার। এজন্যই মনে হয় রিপোর্ট করে গিয়েছে।
হুম, কালকে লগ চেক করার সময় তো এরকমই দেখলাম। আপনি যে ইউজারের কথা বলছেন, আমি গতকালকে তার ৫ টা পোষ্ট ডিলেট করেছি। জিসান ভাই ও দেখলাম তার কিছু পোষ্ট ডিলেট করেছে। উনি মূলত ২১ সালের থ্রেড গুলো বাম্প করতেছে, একাউন্টে নেগেটিভ কারমা চলে আসছে। আশা করি নতুন কোনো পোষ্ট অন্তত করবে না। তারপরেও যদি করে, তাইলে আসলে কিছু করার থাকবে না। ওয়ার্নিং মানে তো ওয়ার্নিং! আপনার কাজ আপনি করে যান।
আমি তো পার্সোনালি মনে করি বিষয়টা আসলে পুরাতন টপিক বা নতুন টপিক এর না।
টপিক যদি ২০১৯ সালেরও হয় কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানের সাথে রিলিভেন্ট এবং সেই সাথে সাথে অবশ্যই এবং অবশ্যই যে পোস্ট করবে তার পোস্টের মধ্যে কোন যৌক্তিকতা থাকতে হবে। কিন্তু ভাই স্প্যামিং এগুলোকে ডিলিট করে দেওয়া কে আমি সাধুবাদ জানাই।