Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
এথেরিয়াম এখন জনপ্রিয় কারণ অধিকাংশ ICO তাদের টোকেনের জন্য ETH ব্যবহার করেছে। প্রতিশ্রুতিশীল এবং গঠনমূলক প্ল্যাটফর্ম যা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে তোলে এবং বিনিয়োগের জন্য দ্রুতগতিতে চলছে। তার ব্লকচাইনের স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করার জন্য ETH হল প্রথম ব্লকচাইন।ETH বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিপ্টো। এছাড়াও লেনদেন ফি অন্যদের তুলনায় সস্তা এবং এতে সন্দেহ নেই যে এটির ভবিষ্যৎ খুব ভাল। আপনি কি মনে করেন?
আমিও আপনার সাথে একমত। ETH বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় মাধ্যম। এটির মাধ্যমে লেনদেন করলে অনেক কম ফি চার্জ করে যা সকলের জন্য একটা বড় পাওয়া। এছাড়াও এই মাধ্যমে লেনদেন করা অনেক সহজ। এসকল কারণে ETH দিনে দিনে আরও জনপ্রিয় হচ্ছে।
ইথারিয়াম হলো সর্বপ্রথম ERC-20 কয়েন। আর ইথারিয়াম প্রায় সব কাজেই ব্যবহার করা হয় যেমন, কয়েন এক্সচেঞ্জ ফি, ওইথদ্রও ফি, কয়েন ট্রান্সফর ফি ইত্যাদি, এর কারমেই ইথারিয়াম জনপ্রিয়।
আমিও এটির পাক্ষে। কারন ETH হলো বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিপ্টো। কারন এটি দিয়ে ICO তাদের টোকেনের জন্য এটি ব্যবহার করে এবং এটি দিয়ে লেনদেন করলে খুব কম ফি কাটে। তাই এটিতে মানুষ বিনিয়োগ বেশি পরিমানে করছে।