লাইট-কয়েন নিয়ে আমি আগে অনেক বড় কিছু চিন্তা করতাম যখন আমি প্রথম প্রথম ক্রিপ্টোকারেন্সিতে ইনভলভ হই। কারন আমি সেই সময় coinbase ব্যবহার করতাম বিটকয়েন, ইথিরিয়াম হোল্ড করার জন্য সেখানে লাইটকয়েনও ছিলো। তখন আমি লাইটকয়েনে অনেক ইনভেস্ট করেছি এবং সেই সময় দেখেছি এটা নিয়ে ভালো হাইপ ছিলো কিন্তু ধীরে ধীরে এটা কেমনজানি ভ্যালু হারিয়ে ফেলতেছে। মার্কেটক্যাপও অনেক কমে গেছে আর লাইটকয়েনের ইনভেস্টমেন্ট করার মত কাউকে দেখি না আমার আশেপাশে। তবে এখন লাইট কয়েনের দাম অনেক কম আছে তাই হালকা কিছু কিনে রাখলে সামনের দিনগুলোতে যখন আল্টকয়েনের Bull Run শুরু হবে তখন ভালো প্রফিট পাওয়া যেতে পারে।
আমি আসলে আমার মেইন ইনভেস্টমেন্ট বিটকয়েন এর মধ্যে রেখেছি DCA করে সেখানে ইনভেস্টমেন্ট কন্টিনিউ রেখেছি।
তবে এর পাশাপাশি আমি আমার ফান্ডকে অন্যান্য কোড গুলোর মধ্যেও ডাইভার্স করতে চাইতেছে তবে এটা অবশ্যই বিটকয়েনে ইনভেস্টমেন্ট এর অ্যামাউন্ট এর চাইতে কম।
আর এর মধ্যে আমি মাটিক কে রেখেছি, টন কয়েন কে রেখেছি, এর সাথে সাথে বিএনবি , এথেরিউম রয়েছে তার সাথে আরো কিছু নামকরাহীন কয়েনও হোল্ডিং এ রেখেছি রিকবার এর জন্যে।
লাইট কয়েন নিয়েও আমি আশাবাদী রয়েছি বুল রান এর সময় কারণ এর আগেও দেখা পেয়েছে এটি ২০০ ডলার অতিক্রম করেছে বুল সিজনে। আর লাইট কয়েনে ইনভেস্টমেন্ট করলে এরকম প্রাইস কে লক্ষ্য করে ইনভেস্টমেন্ট করা উচিত হবে এর বেশি করলে আশানুরূপ ফল নাও পেতে পারেন।