লাইটকয়েনের আরও একটি বড় ব্যবহার ক্ষেত্র হলো অনলাইন ক্যাসিনো। অনেক ক্যাসিনো এবং গেমিং প্ল্যাটফর্ম লাইটকয়েনকে পেমেন্ট পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে, যা তার ব্যবহারের পরিধি বৃদ্ধি করেছে। যেহেতু ক্রিপ্টোকারেন্সি ক্যাসিনো ক্ষেত্রে বেশি ব্যবহৃত, এর ফলে লাইটকয়েনের জনপ্রিয়তা আরও বেড়েছে, এবং এর মূল্যও কিছুটা উপরে উঠেছে।
ভাই এইটা কোনো যুক্তি হইলো? লাইটেকয়েন যেমন অনলাইন ক্যাসিনো তে আছে, তেমন ভাবে ইথেরিয়াম ও প্রায় সকল অনলাইন ক্যাসিনো তে সাপোর্ট করে। তাহলে এখানে লাইটকয়েন কিভাবে ইথেরিয়াম থেকে এগিয়ে যাবে? মূল্য কম বেশি হয় চাহিদার ওপর ডিপেন্ড করে। লাইটকয়েনের চাইতে ইথেরিয়ামের চাহিদা বেশি হওয়ার কারনেই ইথেরিয়াম এতোগুলো লেয়ার টু চেইন তৈরী হয়েছে।
এতগুলো চেইন হওয়ার পরেও, এবং এর কোনো সাপ্লাই লিমিট না থাকা সত্তেও, ইথেরিয়ামের দাম কিন্তু ঠিকই বেড়েছে। কিন্তু আপনি যে যুক্তি দিলেন, সেই যুক্তি আমার মাথায় তো কাজ করেই না, আমার মনে হয় না এই যুক্তি দিয়ে কোনো লাভ আছে। আর লং রানে বলেন, শর্ট টার্মে বলেন, ইথেরিয়াম কে লাইটকয়েন কোনো দিনই ওভারটেক করতে পারবে না।
আপনি যেমন বললেন, ইথেরিয়াম বিশ্বের একাধিক লেয়ার ২ চেইন তৈরি করেছে এবং সেই কারণে এর চাহিদা বেড়েছে। এই লেয়ার ২ টেকনোলজি, যেমন আরবিট্রাম, অপটিমিজম, ইত্যাদি, ইথেরিয়ামের স্কেলেবিলিটি বাড়াতে সহায়তা করেছে, যার ফলে এটি আরো বেশি ব্যবহৃত হয়েছে এবং দাম বেড়েছে।
অন্যদিকে লাইটকয়েন মূলত একটি পেপার বা স্বল্পমুল্য ক্রিপ্টোকারেন্সি হিসাবে পরিচিত যেটি মূলত দ্রুত লেনদেনের জন্য ব্যবহৃত হয়। তবে এর কোনো বিশেষ প্রযুক্তিগত নতুনত্ব বা এগ্রোথ স্ট্র্যাটেজি নেই, যেমন ইথেরিয়ামের smart contracts বা DeFi ইকোসিস্টেম।
লাইট কয়েনই ইথেরিয়াম এর থেকে উপরে উড়তে পারবে না এটা ঠিকই কিন্তু লাইক করেন ও কম জনপ্রিয় নয় আমি সেটাই উল্লেখ করার চেষ্টা করেছি।