আমরা কখনো রাজনীতি নিয়ে এতাটা সিরিয়াস হবো ভাবতেই পারিনি। কোনোদিন বুঝতে পারিনি ইউটিউব বা পত্রিকার ওয়েবসাইটে ঢুকে দেশের খবর আগে চেক করবো। কিন্তু দেখেন, আমরা যে দেশকে নিয়ে আসলেই ভাবি, আমরা যে দেশকে আসলেই ভালোবাসি, দেশের এই পরিস্থিতি না হলে তা হয়তো বুঝতেই পারতাম না। হাসিনা চলে যাওয়ার পর কয়েক রাত না ঘুমিয়ে শুধু একটু পর পর খবর চেক করেছি। দেশের কোথাও খারাপ কিছু হয়ে গেলো কি না।
যাই হোক, এই ফোরাম মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলাপ করার জন্য। আমাদের মেইন যে বাংলাদেশ বোর্ড, সেখানে ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি অন্য কিছু নিয়েও আমরা আলাপ করে থাকি। তবে পলিটিক্স একটা সেনসেটিভ বিষয়। এতোদিন এটা নিয়ে তেমন কোনো আলাপ না হলেও, এখন সবাই দেশ এবং রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী। তাই আমার মনে হয় এটা একটা আলাদা সাব বোর্ড এর ভেতর থাকলে ভালো হতো।
আমি রাজনীতি নামে নতুন একা বোর্ড চালু করার প্রস্তাব করছি! এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করবেন বলে আশা করছি।
ব্রো আসলেই ? আমি গত কালকে এটা নিয়ে চিন্তাও করেছি এবং চাইল্ড বোর্ড এর জন্যে আবেদনও করতে চেয়েছি। কিন্তু আলসেমির কারণে উল্লেখ করা হয়নি।
আপনাকে ধন্যবাদ এই বিষয়ে টপিক খলার জন্যে।
যাইহোক কালকের ঘটনা বলি, কালকে যখন আমি আমাদের লোকাল বোর্ড ভিসিটে আসি তখন খেয়াল করে দেখলাম দিন দিন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং পর পর কয়েকটি টপিক খোলা হয়েছে, আমি প্রাথমিক ভাবে ভেবেছিলাম যে রাজনৈতিক আলোচনার জন্যে আলাদা বোর্ড রয়েছে এবং সকল টপিক ক্রিয়েটরদের পোস্ট করে বলতে চাচ্ছিলাম যে আপনারা আপনাদের টপিক গুলো রাজনৈতিক আলোচনা এর বোর্ডে মুভ করুন। তবে মজার বিষয় আমি এই ধরনের বোর্ড পরে দেখলামই না, আল্লাহ বাঁচাইছে আগেই পোস্ট করি নাই যে ওইখানে মুভ করুন।
যাইহোক আমি দেখতেছি অলরেডি আমাদের লোকাল মডারেটর জিসান ভাই পজেটিভ দিয়েছেন এখন আমরা এডমিনের মতামতের জন্য অপেক্ষা করবো।
রাজনৈতিক বোর্ডের বিকল্প নেই কারণ বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন এটাতে বাংলাদেশী মিডিয়া গুলোর উপর বিশ্বাস করা যাচ্ছিল না এর জন্য অনলাইনে বিভিন্ন মিডিয়াম এর উপর বিশ্বাস করতে হয়েছে আমাদের। আর আমি মনে করি ফোরামের সকলেরও অবগত থাকা উচিত দেশের কি অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে এবং এ বিষয়ে বিবেচনা করে তাদের পরবর্তী ইনভেস্টমেন্ট অথবা অন্য কোন পরিকল্পনা থাকলে সেগুলো চালাতে হবে।
তাই এডমিনের প্রতি আমারও অনুরোধ থাকবে এই চাইল্ড বোর্ড এক্সেপ্ট করার।