সর্ব প্রথমে আমি বলতে চাই যে এখানে যারা বড় ইউজার আছেন তারা ছোটদেরকে কারমা প্রদান করবেন তাদের পোস্টে। এতে করে যে পোস্ট করেছে সে যদি কারমা পায় তাহলে তার মনোযোগ বাড়বে এবং তার পোস্ট করার ধরন পরিবর্তন করবে এবং সে মানসম্মত পোস্ট করবে।
ভাই আপনি যে কথা বলছেন সেটা অবশ্যই ভালো কথা কিন্তু ভাই এই বাংলা ট্রেডে যারা পোস্ট করে বা বাঙালি যারা দেইখেন ভাই একটু খেয়াল করে যারা নতুন আসে তারা কোন নিয়ম ফলো করে না তারা এসেই বিভিন্ন ধরনের পোস্ট করে বসে এর জন্য দেখা যায় যে বড় ইউজাররা তাদের মাইনাস কারমা দিতে বাধ্য হয়। তাদের বিভিন্নভাবে বলা হয় নিয়মগুলো ফলো করেন একটু ভালো পোস্ট করেন কারমা এমনি পাবেন কিন্তু আসলে কি ভাই তারা ফলো করে আপনি একটু খেয়াল করে দেখেন তারা ফলো করে না। আর তারা মানসম্মত পোস্ট করলে চেষ্টা করলে অবশ্যই কারমা পাবে।
যেহেতু এখানে ইউজার সংখ্যা কমে গেছে সেহেতু নতুন ইউজারদের আমন্ত্রণ জানান।
ভাই বাংলায় ইউজার কমে যাওয়ার কারণ আছে বাঙালিরা এসেই বলে কিভাবে ইনকাম করা যায় এরা এখানে এসে একটু শিখবে এটা না এরা মনে করে এখানে এসে ইনকাম করা যায় আবার বাউনটি তে জয়েন করে বাউন্ডিতে জয়েন করার সময় দেখা যায় একাধিক আইডি দিয়ে জয়েন করে পরে এগুলো থেকে নেগেটিভ ট্রাস্ট খেয়ে যায়। এরা যদি এখানে এসে ভালোভাবে একটু এগিয়ে আসার চেষ্টা করে তাহলেই কিন্তু পারে কিন্তু কি বলবো ভাই বাঙালিরা এরকমই এরা কোন কিছুই সুন্দরভাবে করে এগিয়ে আসতে চায় না। এত সহজেই যদি সবকিছু হত তাহলে তো ভাই ভালোই হতো। আমি আমার কিছু বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি তারা এখানে আসার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে দেখি তারা কি করে।
কেউ কাউকে ছোট করবেন না । সবাইকে এক নজরে দেখুন এবং ছোটদেরকে সাহায্য করুন।
আমি এখানে এসে যেটা দেখেছি যারা বড় ইউজার তারা কাউকে ছোট করে দেখে না তারা অনেক হেল্পফুল তার অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দেয়। নতুন কেউ আসলে তাদেরকে খুব সুন্দর ভাবে সাদরে গ্রহণ করে নেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পথ দেখিয়ে দেয়। যে যতটুকু জানে ততটুকু তাদের সুন্দরভাবে বিলিয়ে দেয় এবং আমিও চেষ্টা করব যদি নতুন কেউ আসে আমি যতটুকু জানি সেটা দিয়ে তাদের সাহায্য করার
এই ফোরামের বাংলা বোর্ডের আমরা যারা আছি সবাই বাংলা ভাষাভাষী লোক। সে তো আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখবো।
আমার কাছেও এটাও মনে হয় সুসৃংখলভাবে যদি এগিয়ে আসা যায় তাহলে কোন পিছুটান থাকে না। একদম ফেয়ার ভাবে যে আসে এবং শিখতে চায় ভালো কিছু করতে চায় তাহলে তাকে বোঝানো যায় বা শেখানো যায় কিন্তু যদি আইসা বিশৃঙ্খলা তৈরি করে কোন নিয়ম নীতি না মানে তাহলে তাকে কোন কিছুই মানানো যায় না বা শেখানো যায় না। যেই আসুক ফোরামে সে যেন একদম ফেয়ার থাকে তাহলে তাকে সবাই সুন্দরভাবে সাহায্য করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পথ দেখাবে।
বাংলা থ্রেট কে আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখবো এখানে কোন আজেবাজে মুখ পোস্ট করা থেকে বিরত থাকবো। যখনই নতুন কেউ আসবে এই পরিবেশ দেখে সে বাংলা থ্রিডি এর প্রেমে পড়ে যাবে।
জি ভাই আজেবাজে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। শুধু আজেবাজে পোস্ট নয় আমার মনে হয় যদি পোস্ট ইনফরমেটিভ না হয় তাহলে সেটা না করাই ভালো। যদি ইনফরমেটিভ পোস্ট না হয় তাহলে ফোরামের মডারেটর সে নিজেই পোস্ট ডিলিট করে দেবে। সেজন্য দেখে শুনে মানসম্মত ইনফরমেটিভ পোস্ট করা ভালো হবে। আর যখন প্রত্যেকটা পোস্ট ইনফরমেটিভ হবে তখন নতুনরা আসলে এটা আকৃষ্ট হবে।
আর ছোটদেরকে বলব বড়দের সম্মান করবেন সব সময়। তাদের পোস্টে পোস্ট করার সময় মতামত পোষণ করার সময় শালীনতা বজায় রাখবেন। এতে করে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে।
আরে ভাই আপনি যে সম্মানের কথাটা বলছেন সেটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ একটা দিক। এটা আমাদের ফলো করতে হবে এটা করার মাধ্যমে আমরা সুন্দর ব্যবহার প্রকাশ করতে পারবো। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে এটা আমাদের জন্য খুবই সুন্দর একটা দিক ফুটে উঠবে। মানুষ মানুষের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সবাই সবাইকে সম্মান করে চলতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবো