হ্যা এটা কম বেশি সবাই জানেন কারন ক্রিপ্টো দুনিয়ায় এখন এটা প্রচুর ঘুরপাক খাচ্ছে। কারন TON & NOT এর মধ্যে দিয়ে সে অনেক বেশি আলোচনায় আসছিলো।
আসলে সে TON এবং NOT কয়েনের মাধ্যমে বেশি আলোচনায় আসেনি সে পূর্ব থেকেই পুরো বিশ্বের সাথে পরিচিত তার রেভুলেশনারি আবিষ্কার টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া, আর এর জন্য আপনি দেখবেন আমাদের মত একটি দেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো খবরের কাগজপত্র গুলো তার এরেস্ট হওয়ার খবরটি ঢালাওভাবে প্রচার করছে।
এটা স্বাভাবিক, কারন সেই এই দুইটা কয়েনের মালিক। তার এরেস্টের খবর শুনে অনেকে প্যানিক হয়ে এগুলো বিক্রি করেছে তাই মার্কেটে এগুলো ডাম্প করেছে।
সে নট কয়েনের মালিক? আমি আসলে জানিনা আজ পর্যন্ত জানতাম সেই শুধু TON এর পিছনে রয়েছে আর গুলো সে সাপোর্ট দিয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন পারসন বা টিম দ্বারা পরিচালিত।
TON অল্প কিছুদিনের রাতারাতি অনেক পপুলার হয়েছে এবং তারা বিভিন্ন প্রকার প্রজেক্ট দিয়ে মার্কেটে অনেক হাইপে আছে। যার কারনে তার পেছনে শত্রুদের অভাব নাই। TON পরবর্তী SOL & BNB হতে চলেছে এবং এগুলোর বড় প্রতিদ্বন্দ্বী হবে TON এ কারণেই তার পেছনে প্রচুর পরিমাণ ষড়যন্ত্র হবে। তারই প্রতিফলন এটি একটি
আপনার এই কথাকে অস্বীকার করতে পারবো না কারণ এটা আসলে সত্যি সে এই ইন্ডাস্ট্রি এর অন্যান্য প্রতিদ্বন্দ্বীগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে শুধু ক্রিপ্টো কারেন্সি এর জগতে অনেকগুলো কয়েন কে পাস করবে না বরং বড় বড় সোশ্যাল মিডিয়াগুলো কেউ টক্কর দেবে। এখন কার আসলে তার সাথে শত্রুতামি এসব করতেছে এটা দেখার বিষয়।
প্রাইভেসি কোন অপরাধ নয়। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। Elon Musk ও তার মুক্তি কামনা করেছে
জি ভাই প্রাইভেসি কোন অপরাধ না কিন্তু তার বিরুদ্ধে চা*ল্ড প*র্ণ এক্ট এ মামলা হয়েছে। আরো কিছু মামলা।