এটা আসলে ফোরামের সার্ভার থেকেই এই সমস্যা হচ্ছিলো। এডমিন এটা নিয়ে চ্যাট এ পোষ্ট করছিলো এবং সবাইকে জানিয়ে দিচ্ছিলো সমস্যার কথা। তবে কিছু সময় পরেই এডমিন এটা ঠিক করে ফেলেছেন। আমি এই সমস্যা ফেস করিনি। হয়তো যখন এই সমস্যা ছিলো তখন আমি ফোরামে ঢুকিনি। তবে যেহেতু এই ফোরামের চ্যাট সিষ্টেম আছে, খুব সহজেই যে কোনো সমস্যা চ্যাটে পোষ্ট করে সমাধান পাওয়া যায়।
অন্তত পক্ষে এটা জানা যায় যে এই সমস্যা কি আমার একাই হচ্ছে নাকি অন্য ফোরাম মেম্বারদের একই সমস্যা হচ্ছে কি না। যাই হোক, আমি যেহেতু এই সমস্যায় পড়িনি, এজন্য আর পোষ্ট করিনি। আজকে আপাতত এই সমস্যা কারোরই হচ্ছে না মনে হয়।