সত্যি বলতে, ইনফ্ল্যাশনের সাথে পেরে উঠতে হলে সোনায় ইনভেষ্ট করাই সবচাইতে উত্তম বলে আমার মনে হয়। কিন্তু সোনা সেল করার সময় যে ভ্যালু বা দামের কথা বললেন, সেটা আমার কখনোই জানা ছিলো না। আমি শুধু জুয়েলারি দোকান থেকে কিনেছি, কিন্তু আজ অব্দি সেল করতে যাই নি। তাই সেল করার সময় যে প্রতি ভরিতে ২ আনা খাদ ধরা হয়, এই ব্যাপারেও আমার জানা ছিলো না। কোন সোনায় প্রতি ১ ভরিতে ২ আনা খাদ ধরা হয়, আর কোনটা পিওর গোল্ড, সেটা বুঝবো কিভালে? আমরা তো ধরে নিয়েছিলাম যে ২২ ক্যারেট এর সোনা সবচাইতে ভালো এবং এটা দিয়ে বানানো জুয়েলারি কিনে রেখে দিলাম মানে সব ঠিক আছে।
এখন সেল করার সময়ের এই ব্যাপারটা তো কখনো ভেবে দেখিনি। আর চেক করেও দেখিনি। কয়েকদিন আগে একজনের দেখলাম সোনার রং চলে গেছে। দোকানদার বললো এটা পারদের সাথে লেগে এমন হয়ে গেছে। এরকম দুর্ঘটনাও ঘটে যেতেই পারে। তাহলে তো এটাও সেফ ইনভেষ্টমেন্ট হলো না।