এভাবে বলবেন না, ভয় লাগে। যদিও আমি বিটকয়েনের দাম নিয়ে মোটেও চিন্তিত না। কারণ বিটকয়েন যতো নিচে যাবে, আমাদের সিগ্ন্যাচার ক্যাম্পেইনের মাধ্যমে বিটকয়েন একুমুলেশন ততো বেশি হবে। যদি আপনি বিটকয়েন পাওয়ার সাথে সাথে সেল করে দেন, তাহলে এই মার্কেট এ আপনার গেইন করার ও কিছুই নেই, আবার হারানোর ও কিছু থাকবে না। কিন্তু আপনি যদি লং টাইম হোল্ড করার প্ল্যান করে থাকেন, তাহলে যতো কমে পারেন বিটকয়েন একুমুলেট করে রাখতে পারেন।
এমন অনেকেই আছে যারা বিটকয়েন ৭০ হাজারে যাওয়ার পর আফসোস করছিলো যে কেনো তারা আগেই কম দামে বিটকয়েন কিনে রাখলো না। অনেকে আবার বলেছিলো বিটকয়েন কোনোদিন তার ৬৯ হাজারের অলটাইম ব্রেক করতে পারবে না। এগুলো সবই আসলে স্পেকুলেশন। এখনি সুযোগ বিটকয়েন একুমুলেট করে রাখা। যাদের নতুন ইনভেস্ট করার প্ল্যান আছে, তারা অল্প কিনতে পারেন ডিসিএ করার মতো করে।