
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।
আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
আমার Blum পয়েন্ট আমি শেয়ার করতে চাই না কারণ এটা খুবই অল্প পরিমাণ।
এবারও আমি এই এয়ার ড্রপটি করিনি, মূলত এয়ার ড্রপ করতে আমার একদমই অপছন্দ লাগে তবে সত্যি কথা বলতে যখন দেখি অন্যান্য লোকজন এয়ার ড্রপ করে অনেক টাকা রেওয়ার্ড হিসেবে পাচ্ছে তখন আবার ইচ্ছা জাগে এয়ার ড্রপ করার এবং সেই ইচ্ছা থেকে প্রাথমিকভাবে এয়ার ড্রপগুলো ওপেন করি একাউন্ট খুলি দেন আস্তে আস্তে হাল ছেড়ে দেই এবং রেওয়ার্ডগুলো ক্লেম পর্যন্ত করি না।
যাইহোক যারা blum এয়ার্ড্রপটি করেছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি কারণ Notcoin এরপরে Dogs এবং এরপরে আমার মনে হচ্ছে Blum হতে যাচ্ছে সবচাইতে সেরা একটি এয়ার ড্রপ।
ব্লাম বাইনান সহ অন্যান্য সকল ভাল ভাল একচেঞ্জার গুলোতে লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তাই যারা যারা ব্লাম করেছেন বিস্তারিকের জন্য কাছা দিয়ে বসে থাকুন।