বাংলাদেশ ৩৫ তম নাকি আরো কোনো হের ফের আছে, সেই তথ্য যদি সেন্ট্রালাইজড এক্সচেন্জ গুলো থেকে পাওয়া যেতো, তাহলেই হয়তো বেশি বিশ্বাস যোগ্য হতো। কারন, যেসব কোম্পানি গুলো এন্যালাইসিস করে, তারা মূলত ব্লকচেইন ডাটা থেকে এন্যালাইসিস করে থাকে। আমার মনে হয় না ব্লকচেইনে এই ধরনের কোনো ডাটা থাকে। যদিও রিপোর্টে তাদের ডাটার কোনো সোর্স উল্লেখ করা হয়নি। আমার মনে হয় বাইনান্স বা কয়েনবেজ যদি এরকম একটা পরিসংখ্যান প্রকাশ করে, তাহলে সেটা বিশ্বাসযোগ্য হতে পারে। কারন যেহেতু বাংলাদেশের প্রায় বেশিরভাগ ক্রিপ্টো ব্যাবহারকারীদের বাইনান্স একাউন্ট আছে, তাই বাইনান্সের কাছেই সঠিক তথ্য থাকার কথা।