আমার কোনো ভাবেই মনে হয় না তারা দেশ চালাতে ব্যার্থ হচ্ছেন। আপনি যদি দ্রব্য মুল্যের কথা বলেন, সেটা মনিটরিং করার জন্য ভোক্তা অধিকারকে দায়িত্ব দেয়া হয়েছে। হাসিনা সরকারের আমলে যারা কাজ করেছেন, এখনো তারাই কাজ করছেন। আমি মনে করি, তারা আগে যেমন কাজ করেছেন, এখন তার চাইতে বেশি কাজ করছেন। হাসিনা সরকার ঢালাও ভাবে টাকা ছাপানোর কারনে টাকার মান কমে গিয়ে দেশের এই অবস্থা হয়েছে।
কোনো একটা থ্রেড এ আমি লিখেছিলাম যে কিভাবে একজনের ১ লক্ষ টাকায় ৫০ হাজার টাকা খোয়া যায়। ২-১ মাসে কখনোই সরকার দেশ পাল্টে দিতে পারবে না। তাদেরকে সময় দিতে হবে। আমার মতে, এই সরাকারের উচিৎ অন্তত ৫ বছর দেশের দ্বায়িত্য নিয়ে কাজ করা। তারপর দেখা যাবে দেশের কি অবস্থা হয়। দ্রব্যমুল্যের দাম শুধূ এই দেশে না, সব দেশেই বেড়েছে।