আমি ব্যাক্তিগত ভাবে যেসব টোকেন এয়ারড্রপ করে মার্কেটে আসে, সেগুলোতে ইনভেষ্ট করার ঘোরতর বিরোধী। এর পেছনের কারন বলতে হলে আমাকে আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতে হবে। আমি প্রায় ৪০ হাজারের মতো নটকয়েনের এলোকেশন পেয়েছিলাম যেটা ৪০০ ডলারে সেল করতে পারতাম। কিন্তু আমি সেটা সেল না করে হোল্ড করে রেখে দিলাম। যখন নটকয়েন অলটাইম হাই করলো, তখনো সেল দিলাম না। ধরে নিয়েছিলাম এটা আরো বাড়বে। আমি এখনো নটকয়েন হোল্ড করে বসে আছি। এবং প্রচুর লসে আছি।
নায়ান হিরোর কথা কার মনে আছে? এটাতে এয়ারড্রপ করে আমি মাত্র ৯ টোকেন পেয়েছিলাম। কিন্তু লিষ্টিং এর পর আমি ৩০ সেন্ট করে প্রায় ৭০০ নায়ান হিরো কিনলাম হোল্ড করার জন্য কারন এটা গেমিং প্রজেক্ট। বর্তমানে এটার দাম ৭ সেন্ট করে।
ডগস কয়েনের অবস্থা দেখেন, একই হাল এটারো। সব মিলিয়ে আমার কনক্লুশন হলো, যেসব প্রজেক্ট এয়ারড্রপ করে মার্কেটে আসে, সেগুলো কখনোই হোল্ড করা উচিৎ নয়। নইলে এভাবে পুজি সহ চলে যাবে।