। আপনি নিজেই বাস্তবতা দেখেন যারা স্বৈরাচার পতনের জন্য সমন্বয়ক হিসেবে কাজ করেছে শুরুর দিকে তারা সবার কাছে অনেক ভাল ছিল কিন্তু এখন দেখবেন তাদেরকেই খারাপ বলা হচ্ছে কারণ বাঙালি এক জিনিস বেশিদিন দেখতে পারে না এটা বাঙালির স্বভাব।
বাঙালি শুধু পারে কমেন্ট করতে, তবে আমি বলতে চাই গ্যালারির বাইরে থেকে হাততালি দেওয়া খুব সহজ কিন্তু গ্যালারির ভেতরে খেলার মাঠে পারফরম্যান্স করাই সবচেয়ে কঠিন। হাততালি সবাই দিতে পারে কিন্তু তাকে যদি খেলতে দেওয়া হয় সে মাঠে প্রবেশ করতে পারবে না তার হাত-পা কাঁপবে। তবে এই বাঙালি জাতি স্বৈরাচারকে দমন করেছে আওয়ামী লীগ স্বৈরাচার বলে তাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করি, অতীত সময় থেকে পুরান সংগঠন বিদায় এটি সহজে বাতিল করা হবে না তবে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর কারণ হিসেবে আমি নিষিদ্ধ করার কথা বলেছি। যে দেশের নেত্রী দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মী রেখে পালিয়ে যায় সে দলকে ধরার মতো কোন ব্যক্তি আছে বর্তমান সময়ে?
বঙ্গবন্ধু শত শত মূর্তি ভেঙে ফেলেছে কোন ব্যক্তি যে বলেছে ভেঙো না, বঙ্গবন্ধুর মূর্তিতে মাথায় প্রস্রাব করে দিয়েছে কোন নেতাকর্মী বলেনি যে ওখানে প্রস্রাব করলে কেন?
এই দল নিয়ে গর্ব করা উচিত নয়.