
ক্রিপ্টোমার্কেট ঘুরতে শুরু করেছে, বিশেষ করে Btc তার চিরাচরিত রুপে ফিরে এসেছে। ক্রিপ্টোমার্কেট আসলে এমনি। যখন আপট্রেন্ড এর গতি শুরু হয় তখন পাগলা ঘোড়ার মত উপরে উঠতে থাকে। যারা পূর্বে ধৈর্য্য সহকাে এবং বিশ্বাসের সহিত btc হোল্ড করেছিলেন তারা তাদের প্রত্যাসিত লাভ পেয়েছেন । btc তে লং টাইমের জন্য ইনভেস্ট করলে কাউকে হতাশ করে না। এটা আমার অভিজ্ঞতা।

কয়েনগেকো এর তথ্য অনুযায়ী btc এর পূর্বের অল টাইম হাই ৭৩,৭৩৭ ডলার । আর আজকের দাম হচ্ছে ৭২,২০০+ সর্বশেষ আপডেট। আমার মতে এখন btc কারেকশন নিচ্ছে। আরেকটা আপট্রেন্ড দিলে আমি আশা করি পূর্বের অল টাইম হাই ভেঙ্গে ফেলবে। আসলে btc আরো অনেক দূরে যাবে। আগামির ভবিষ্যৎ হবে ডিজিটাল কারেন্সি নির্ভর। তাই btcএর সম্ভাবনা প্রচুর। আমাদের সবার উচিত ক্রিপ্টোমার্কেট সম্পর্কে ভাল করে জানা এবং শিক্ষা অর্জন করা।
আপনাদের মূল্যবান মতামত জানাবেন এ বিষয়ের উপর??