আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ উচ্চতা 81 হাজার ডলারের উপরে অবস্থান করেছে। বিটকয়েনের এমন দাম বৃদ্ধি সত্যি আমাদের অনেক আনন্দিত করেছে। আমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয় লাভের একমাস আগেও অনুমানের সাথে ভবিষ্যৎবাণী করতাম যে বিটকয়েন হয়তো ২০২৪ সালের মধ্যে ৮০ হাজার ডলার থেকে ৮৫ হাজার ডলারের মধ্যে অবস্থান করতে পারে এবং ২০২৫ সালে ষাঁড়ের বাজারে বিটকয়েন হয়তো ১ লক্ষ ডলার মধ্যে অবস্থান করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়লাভ করে ক্রিপ্টো কারেন্সি সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং আমাদের অনুমানের সাথে সাথে ভবিষ্যৎবাণী করা বাস্তবে পরিণত হয়েছে। এটা সত্য যে ডোনাল্ড ট্রাম ্প নির্বাচনের জয়লাভ না করলে হয়তো বিটকয়েনের এমন ঊর্ধ্বগতি আমরা এত সহজেই দেখতে পেতাম না ডোনাল্ড ট্রাম্প সত্যিই প্রমাণ করে দিল তিনি একজন ক্রিপ্টোকারেন্সি সমর্থক।
ষাঁড়ের বাজার আবার কোন ধরনের টার্ম ভাই? সব ইংলিশ কে বাংলা করতে যাইয়েন না। সেটা শুনতেও আজব লাগে।
ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো কমিউনিটিকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে একটু জানাবেন? আর তিনি কি এমন প্রতিশ্র্রুতি দিয়েছে এবং সেটা রক্ষাও করেছেন? আর আপনার কেনো মনে হলো ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি সমর্থক? আমি এই ব্যাপারে জানতে অনেক বেশি আগ্রহী। অনুগ্রহ করে শেয়ার করে আমাদেরকে জানাবেন।
আমি তো জনতাম ট্রাম্প বলেছেন সে সিল্করোড কেস এর রস কে ছেড়ে দিবে। গতকাল শোনলাম রস সম্ভবত ২০২৫ সালে ছাড়া পেতে পারে। কিন্তু ট্রাম্প এর কাছ থেকে কোনো অফিশিয়াল বক্তব্য আমরা দেখিনি। আপনার কাছে ব্যাক্তিগত কোনো সোর্স থাকলে এখানে শেয়ার করতে পারেন। আমরাও জানতে চাই ট্রাম্প কি করেছে।
আর আপনার লেখা পড়ে মনে হচ্ছে হয়তো কোনো এ আই দিয়ে জেনারেট করা, অথবা কোনো ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করা। আসল সত্যটা কি বলবেন?
ভাই আসলেই তো! ষাড়ের বাজার আবার কি? আমি তো এতোদিন বুল রান বেয়ার রান অথবা বুল সিজন বেয়ার সিজন জানতাম? 🙄
আমি যতদূর জানি জানতাম, ডোনাল্ট ট্রাম্প ক্রিপ্টো সার্পোটার না, এবং এতে বিশ্বাসও করে না। পূর্বের পোস্টগুলো তো তো এটারই ইন্ডিকেশন দেয়। তবে রিসেন্টলি তার কথাবার্তায় একটু চেন্জ দেখলাম, ক্রিপ্টো নিয়ে পজেটিভ কথাবার্তা বলতেছে, এই জন্যই আই গেস ঠাস করে পাম্প হলো, (ইমনিও হতো আমার মতে, বাট নির্বাচন এটারে একটু ত্বরান্বিত করে দিলো)। যাইহোক....
বাইদাওয়ে Primo1760, আমি নিজেও জানতে ইচ্ছুক আপনি এই তথ্যগুলো কই পাইছেন! সোর্স দিয়েন তো!