Voted Coins
follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Author Topic: কিভাবে কম ফি দিয়ে বিটকয়েন ট্রানজেকশন করবেন - গাইড  (Read 511 times)

Online DYING_S0UL

  • D mods
  • Hero Member
  • *
  • *
  • *
  • Activity: 1040
  • points:
    84636
  • Karma: 508
  • Bitcoin Mixer| Since 2019
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: Today at 07:40:50 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    1000 Posts 10 Poll Votes One year Anniversary
লেখক : 1miau
অরিজিনাল টপিক :Make sure to avoid wasting BTC for too high fees – step by step guide (Electrum)



প্রতিটি বিটকয়েন ট্রানজেকশনে ট্রানজেকশন ফি প্রয়োজন হয়, তাই কিভাবে কম সময়ে কম খরচে ট্রানজেকশনটি করানো যায় তা জানা খুব গুরুত্বপূর্ণ। ট্রানজেকশনের গতি নির্ভর করে ট্রানজেকশন ফি এর উপর। বিটকয়েনে ট্রানজেকশন ফি কে মূলত Satoshi per byte (sat/byte) বলে। sat/byte যত বেশি হবে, আপনার ট্রানজেকশনটি পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভবনা তত বেশি হবে। মাইনাররা সবসময়ই ট্রানজেকশন ফি (sat/byte) অনুযায়ী তাদের ব্লক সিলেক্ট করে। এটিই যৌক্তিক, কারণ মাইনাররা শুধুমাত্র যে ব্লক রিওয়ার্ডই পায় তা না, সাথে ব্লকে থাকা সকল ট্রানজেকশন ফিও পায়।

সবগুলো ওয়ালেট আপনাকে ট্রানজেকশন ফি ম্যানুয়ালি সেট করতে দিবে না এবং যেগুলোতে করা যায় সেগুলোতেও খুব সাধারণ ডিফল্ট সেটিং দেয়া থাকে। ট্রানজেকশন ফি ম্যানুয়ালি সেট করার ক্ষেত্রে ইলেকট্রাম অনেক ভালো চয়েজ।

সবগুলো সেটিংস্ ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করার পরে, আপনার ট্রানজেকশনটির জন্য সঠিক ফি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যা বেশ কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইটের দ্বারা করা সম্ভব। কিন্তু প্রথমেই আপনাকে কাস্টমাইজড ফি অপশন চালু করে নিতে হবে।

এই গাইডটির জন্য আমি Jochen Hoenicke এর Mempool এবং ইলেকট্রাম ব্যবহার করছি।

সুতরাং, আপনি আপনার মূল্যবান বিটকয়েন সংরক্ষণ করা থেকে আর কয়েক ধাপ দূরে আছেন:



১.

প্রথমে, ইলেকট্রামে থাকা আপনার ওয়ালেটটি সিলেক্ট করুন। এরপর উপরের ডান কোনায় থাকা View অপশনে ক্লিক দিন এবং এরপর নিচে দেখানো ছবির মতো আপনি যে যে শর্টকাট চান সেগুলোতে ক্লিক দিন। এই গাইডটিতে আমি সবগুলো সিলেক্ট করেছি।






২.

পুরাতন ইলেকট্রাম ভার্সনে, আপনি টুলস্ এবং প্রিফারেস্ন মেনু থেকে ম্যানুয়ালি ফি সেট করতে পারবেন, কিন্তু বর্তমান ভার্সনগুলোতে সেটি করা সম্ভব না। ফি কাস্টমাইজ করার একমাত্র উপায় হলো ট্রানজেকশন করা। এজন্য আপনাকে আপনার ওয়ালেট এড্রেস এবং কি পরিমাণ বিটিসি পাঠাতে চান তা সেট করে Pay বাটনে চাপ দিতে হবে। এরপর নিচে দেখানো উইন্ডো দেখতে পাবেন।






৩.

এখন আপনি লক্ষ করবেন যে আপনি স্লাইডারের মাধ্যমে ফি কম বেশি করতে পারেন কিন্তু তা যথেষ্ট ভালো না। এজন্য আপনি আপনার ফি ম্যানুয়ালি সেট করতে নিচের ছবিতে নির্দেশিত আইকনে ক্লিক করুন।






৪.

আপনি যদি ৩ নাম্বার স্টেপটি সঠিকভাবে করে থাকেন, তাহলে আপনি চেকবক্স সংযুক্ত একটি মিনি উইন্ডো বার দেখতে পাবেন।





৫.

এরপর আপনাকে শুধুমাত্র আপনার ট্রানজেকশনটির জন্য পছন্দের অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। Edit fees manually এই অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু।





৬.

এরপর আপনি লক্ষ করবেন স্লাইডার ছাড়াও আপনার কাছে এখন দুটি চেকবক্স রয়েছে ফি সেট করার জন্য, যেমনটা নিচে দেয়া ছবিতে দেখা যাচ্ছে। সবুজ কালারে হাইলাইট করা বক্সে, আপনি sat/byte হিসেবে আপনার পছন্দের ফি ম্যানুয়ালি ইডিট করে দিতে পারবেন। আর লাল কালারে হাইলাইট করা বক্সে আপনি BTC এবং mBTC তে কত ফি দিতে চান সেটা সেট করে দিতে পারবেন।






৭.

পরিশেষে, আপনাকে জানতে হবে আপনার ট্রানজেকশনটির জন্য কত ফি প্রয়োজন। আপনি নিচে দেয়া স্টেপগুলে ফলো করে সেটি জানতে পারবেন:

বর্তমান ট্রানজেকশন ফি কত তা জানার অনেকগুলো উপায় আছে। যার মধ্যে কিছু উপায় হলো; Mempool Observer Topic এই টপিকটি চেক করা এবং FeeBuddy বটটি চেক করা।

আরেকটা সহজ উপায় হলো সরাসরি বিটকয়েন মিমপুলে দেখা। মিমপুল এমন কোনো পুল নয় যেখানে সেরা মিমস্ সংগ্রহ রাখা হয়, এটি এমন একটি জায়গা যেখানে সকল আন-কনফার্মড বিটকয়েন ট্রানজেকশন গুলো এসে জড়ো হয়। এজন্য মিমপুলটি যখন ভরা থাকে তখন বেশি ট্রানজেকশন ফি এর প্রয়োজন হয় যাতে দ্রুত ট্রানজেকশন গুলো কনফার্ম হতে পারে, কারন অনেকগুলো ট্রানজেকশন কনফার্মেশনের জন্য অপেক্ষা করছে এবং পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতা করে যাচ্ছে (শুধুমাত্র সর্বাধিক ফি প্রাপ্ত ট্রানজেকশন গুলো এখানে প্রাধান্য পাবে), অপরদিকে কম ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করানোর সবথেকে ভালো সময় হলো যখন মিমফুল খালি অবস্থায় থাকে।

Jochen Hoenicke এর সাইটটিতে মিমপুলের ভালো একটি ছবি পাবেন: https://jochen-hoenicke.de/queue/#0,24h.

ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন সময়ের ব্যবধান বেছে নিয়ে মিমপুলটিকে বিশ্লেষণ করতে পারবেন। এখানে টোটাল ৩ ধরনের গ্রাফ পাবেন:
- আন-কনফার্মড ট্রানজেকশনের সংখ্যা (মিমপুল)
- বকেয়া ফি BTC তে
- মিমপুলের আকার মেগাবাইটে

আমাদের কাজের জন্য, প্রথম এবং শেষ গ্রাফটি উপযুক্ত, যার মধ্যে শেষ গ্রাফটি সবথেকে বেশি কার্যকর, কারণ এটি মিমপুলের প্রকৃত আকার দেখায়। কারণ কখনো কখনো এমনও হয় যে অনেক বড় একটি ট্রানজেকশন (bytes) মিমপুলে এসে অপেক্ষা করছে, যা একক ট্রানজেকশন হিসেবে প্রথম গ্রাফটি তালিকাভুক্ত করে ফেলেছে, কিন্তু ট্রানজেকশনটির জন্য অনেক সাইজ প্রয়োজন (কারণ এগুলোর অনেকগুলো ইনপুট থাকে, উদাহরণস্বরূপ নন-সেগউইট ট্রানজেকশন)।


আন-কনফার্মড ট্রানজেকশনের সংখ্যা (মিমপুল):







মিমপুলের আকার মেগাবাইটে:





আপনি যখন মাউসকে গ্রাফ বারবার সরাবেন, তখন আপনি দেখতে পাবেন যে কোন রেখাটি কত সাতেশি প্রতি বাইট (sat/byte) নির্দেশ করে। এর দ্বারা আপনি আপনার ট্রানজেকশনটির জন্য কত ফি লাগতে পারে তার একটি ধারনা পাবেন। এরই সাথে আপনার পেছনের দিকেও একটু দেখা উচিত, গত কয়েক ঘন্টা ধরে কত মেগাবাইট (MB) ট্রানজেকশন মিমপুলে অপেক্ষা করেছে এবং মিমপুলটি ঠিকঠাক খালি হয়েছে কিনা। যদি সব ঠিকঠাক মনে হয়, সেক্ষেত্রে প্রতি বাইটের জন্য কিছু সংখ্যক সাতোশি বেছে নেয়াই যুক্তিসংগত। অবশ্যই, এটি নির্ভর করে আপনি কত দ্রুত আপনার ট্রানজেকশন পাঠাতে চান। যদি আপনার কোনোরকম তাড়া না থাকে, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো অপেক্ষা করুন বা কম ফি দিয়ে ট্রানজেকশন পাঠিয়ে দিন।

পরবর্তী ব্লকটি কখন পাওয়া যাবে তা হলো সবথেকে বড় অজানা বিষয়। কিছু বিরল ক্ষেত্রে, পরপর দুটি ব্লকের মাঝে এক ঘন্টার বেশি সময় লাগতে পারে। এসময় অনেকগুলো ট্রানজেকশন এসে জমা হয় পরবর্তী ব্লকে অন্তভুক্ত হওয়ার জন্য, ফলে এসময় একটু বিলম্ব হতে পারে কারণ একসাথে সব ট্রানজেকশন সম্পূর্ণ  হওয়া সম্ভব নয়। উপরন্তু, এমনও হতে পারে যে এইসময় অনেকগুলো ট্রানজেকশন মিমপুলে ঢুকে পড়বে এবং যদি তাদের ফি আপনার থেকে বেশি হয়, তবে সেগুলো আপনার আগেই নতুন ব্লকে অন্তভুক্ত হয়ে যাবে। সুতরাং, কম ট্রানজেকশন ফি দেয়ার একটু ঝুঁকিও রয়েছে।


উপরন্তু, আপনার সবসময় বিগত দিনগুলোর ট্রানজেকশন ভলিউম চেক করা উচিত। কারন, আপনি লক্ষ করবেন যে, বিগত দিনগুলোর ট্রানজেকশন ভলিউম একইরকম প্যাটার্ন ফলো করে:




- 08:00 CET (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম) এর পর থেকে, ট্রানজেকশন ভলিউম বৃদ্ধি হওয়া শুরু করে, আর 23:00 এর দিকে মিমপুল ধীরে ধীরে খালি হতে থাকে (এই সময় গুলো পরিবর্তিত হতে পারে, কখনো আগে শুরু হয়ে যায়, আবার কখনো পরে)
- বিটকয়েন পাঠানোর সর্বোত্তম সময় হলো 02:00 থেকে 08:00 CET পর্যন্ত, এইসময় নিয়মিত মিমপুল খালি হয়
- সোমবার প্রায়ই ব্যস্ত থাকে
- সাপ্তাহিক ছুটির দিনে মিমপুল অন্যান্য দিনগুলোর তুলনায় বেশি খালি থাকে, এমনকি ভিড়ের সময়েও


মনে রাখবেন এই প্যাটার্ন গুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, বিশেষ করে যখন BTC এর মূল্য বৃদ্ধি পায়, বা যখন অনেক ইউজার একসাথে ট্রানজেকশন করে।




সর্বশেষে, ছোট্ট একটি উদাহরণ:

আমি যখন এই স্ক্রিনশট তুলি তখন সময় ছিলো 01:00 CET (রাত), তখন মিমপুল নিচে প্রদর্শিত ছবি দেখা যাচ্ছিল (প্রতিদিনের বিবরণ)::


দিনটি ছিলো সোমবার, তাই প্রতিবারের মতো এবারও দিনের বেলা ট্রানজেকশন ভলিউম অনেক বেশি ছিলো। কিন্তু বর্তমানে, মিমপুলটি প্রায় খালি হওয়ার দিকে। এটি ধরে নেয়া যায় যে আগের সপ্তাহ গুলোর মতো আজ রাতেও মিমপুলটি বেশ কয়েকবার খালি থাকবে এবং এখনও পুরো রাত বাকি আছে।

আপনি যদি গ্রাফ বরাবর আপনার মাউসটি সরিয়ে ট্রানজেকশন সাইজ দেখেন, তাহলে আপনি লক্ষ করবেন যে শেষ ব্লকটি সম্পূর্ণরূপে পূর্ণ ছিলো না (প্রায় ০.৫৫ মেগাবাইট (সাধারণত একটি ব্লকে ১ মেগাবাইটের বেশি ধরে))। এই মুহূর্তে, আমি ২ satoshi / byte এর মতো ফি সেট করবো, এবং দেখা যাবে আমার ট্রানজেকশনটি ইতিমধ্যেই পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হয়ে গেছে।

আপনি গ্রাফটির দিকে তাকালে আরো দেখবেন যে কিছু কিছু ট্রানজেকশনের ক্ষেত্রে ট্রানজেকশন ফি অনেক বেশি দেয়া... তারা ১০০ satoshi / byte এর থেকেও বেশি ট্রানজেকশন ফি দিয়েছে, যদিও ২ satoshi / byte দিলেও তাদেও তাদের ট্রানজেকশনটি পরবর্তী ব্লকে অন্তভুক্ত হয়ে যেতো। ^^





অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:



Altcoins Talks - Cryptocurrency Forum


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here


 

ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod