আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।
আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।
আপনারাও কি তাই মনে করেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
মনে রাখবেন বিটকয়েনের দাম এর উত্থান এবং পতন এই দুটো মিলেই হচ্ছে এর মার্কেট। আর এখানে যেমন আপনি বা আমি আগে থেকেই বলতে পারব না যে সামনের মাসে বা সামনের বছরে আলু বা পেঁয়াজের কেজি কত টাকা হবে তবে একটা অনুমান করতে পারব যে পেঁয়াজ বা আলুর কেজি সামনের বছর এমন অ্যামাউন্টেড থাকতে পারে আর এটা অনুমান করার জন্য আমরা অবশ্যই বিগত বছরগুলোতে এই পণ্যগুলোর দাম কেমন ছিল এগুলো জানার চেষ্টা করব।
ঠিক তেমনি বিটকয়েনের মার্কেটের ক্ষেত্রেও বিটকয়েন একইভাবে এনালাইসিস করে একটা প্রিডিকশন করতে পারি।
আমরা অবশ্যই দেখেছি যে বিটকয়েন খুব অল্প দিনের মধ্যেই বড় বড় পাম্প এর মাধ্যমে 93 কে পর্যন্ত চলে এসেছিল এখন আবার মার্কেট ডাম্প হচ্ছে যদিও এই ডাম্প কে আমরা বলি বিটকয়েনের মার্কেট কারেকশন।
আর আমরা অনেকেই আশা করতেছিলাম যে এটি হবে হয়তো বিটকয়েন যখন ৮৫কে কে টাচ করবে তবে সেটা হয়নি। যাই হোক বিটকয়েন মার্কেট কারেকশন এর জন্য ডাম্প করবে তবে আবারো একটা পাম্প দিবে যেখানে বিটকয়েন ১ লাখের উপরে যেতে পারে তবে এক লাখের উপরে বেশি আশা করা যেমন দেড় লাখের বেশি বোকামি হবে।