যে জিনিস দেখাইলেন তাতে আর আমরা যে সেফ আছি এটা কেমনে বলি!!!!!
মুন্ডা চাইতাছে হাসিনার পুত সজীব ওয়াজেদের গু*হার ভেতর দিয়া ডিজিটাল বাংলাদেশ হান্দাইয়া দেই।
তাই তো বলি আমরা কিভাবে এত স্প্যাম মেসেজ স্প্যাম কল পাই। ভয়ে তো আসি কারন একটা মানুষের যদি আইডি কার্ড বা ভিসা কার্ড এর সকল information কারো নিকট থাকে তাহলে ওই ব্যক্তির ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু নিয়ে নানা বানা করা সম্ভব।
এখন মূল বিষয় হচ্ছে আপনি আরো এদের হাইড করে দিচ্ছেন এদের যারা এইসব জিনিস বিক্রি করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তথ্যগুলোর প্রাইভেসি যতটা পারা যায় করা লাগবে।
তাছাড়া তো আর আমি অন্য কোন উপায় দেখতে পাচ্ছি না। আর সবশেষে একটা কথাই বলতে হবে আমরা আসলে কেউই সেফ না এই বাংলাদেশে।
এখানে যা যা সার্ভিসের কথা উল্লেখ করা আছে তা দিয়ে একজন মানুষের জীবন জাহান্নামে পরিণত করা সম্ভব। NID ফুল ইনফো, লাইভ লোকেশন ট্রেস, Imei লোকেশন ট্রেস, bkash nagad ইনফো, ভাবা যায়!!! আলু পটলের মতো বিক্রি হচ্ছে।
যেসব জিনিসের এক্সেস পুলিশ, সাইবার ইউনিট বা গোয়েন্দা সংস্থার কাছে থাকা উচিত সেসব জিনিস দুই পয়সার টেলিগ্রাম হ্যাকারদের কাছে পাওয়া যাচ্ছে। ভাবলেই গায়ে কাটা দিয়ে আসে।
কি করা উচিত বুঝতেছিলাম না, তাই ইচ্ছা করেই হাইড করে রাখছি। বেশিরভাগ অবৈধ জিনিসই টেলিগ্রামে পাওয়া যায়। আর ঐখান দিয়ে আইনের আওতায় আনা আদেও সম্ভব কিনা জানিনা। আমি অনেক গ্রুপে এড আছি, আমি জানি এরা কেমন চাকাল। আপনি যদি চান তাহলে, গ্রুপ সোর্স দিতে পারবো, তখন আবার অন্য গ্রুপ খুলবে।