বিটকয়েনের দাম ১ লাখ ডলারে যাবে এটি সবাই প্রেডিকশন করতেছে এবং আমি নিজেও বিশ্বাস করি আর বিটকয়েনের দাম মাত্র কয়েকশো ডলারের জন্য ১ লাখ ডলারের টাচ করতে পারিনি। এই ব্যবধানটি কেন থেকে গেছে এটি নেওয়ার আগেই গবেষণা করতেছে সম্ভবত আল্টকরেনের bull Run যেন ব্যাহত না হয় এ কারণেই বিটকয়েন এমন আচরণ করছে তবে মার্কেটে বড় ধরনের কারেকশন হবার আগে অবশ্যই বিটকয়েনের দাম ১ লাখ ডলারের টাচ করবে এটা আশা করা যায়। আজকে দেখলাম হঠাৎ করে TRX এটা অনেক বেড়ে গেছে এবং বাড়তেই আছে। মনে হচ্ছে আল্ট কয়েনের Bull Run শুরু হয়ে যাচ্ছে।
শুধুমাত্র TRX না ভাই, বেশিরভাগ অল্টকয়েনই পাম্প করা শুরু করছে, অন্তত পক্ষে আমার লিস্টে থাকা গুলো, 20%, 30%, 40%, 80%, 90% দেখতেছি। শুধু তাই না, সঠিক মনে নাই, চেক করতে হবে, 130% মেইবি দেখছিলাম একটায় (যদিও এটা হোল্ডে ছিলো না, আপসোস)। অল্টকয়েনের বুল রান শুরু হয়ে গেছে আমার মতে। তবে যা বল্লেন তাইই, ১০০কে টার্চ করলে ঘটনা উল্টোও হতে পারতো।