ফিউচার ট্রেড করা, বাইনারি ট্রেড করা, এগুলো করা আর জুয়া খেলা একই কথা। ফিউচার ট্রেড করার আগে যদি আপনি কোনো নিউজ পান যেটার কারনে মার্কেট আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন, তাহলে হয়তো আপনি অনেক বড় এমাউন্ট বানাতে পারেন। আবার বিপরীত ও হতে পারে। ফিউচার ট্রেড করতে গিয়ে পুরো ব্যালেন্স লিকুইডেট করে দিতেও পারেন। আপনার কাছে যদি কোনো সিগন্যাল না থাকে, তাহলে ফিউচার ট্রেড করার কোনো মানে হয় না। এর চাইতে ভালো একটা ক্যাসিনো তে কিছু ডিপোজিট করে বেট করে উড়িয়ে দেয়া (কথার কথা বললাম)। আমি বাইনারি ট্রেড করার ট্রাই করেছিলাম। কয়েকশ ডলার মারা দিয়ে ঠান্ডা হয়ে বসে আছি।
সহমত ভাই সহমত।
যদিও এখানে কিছু এনালাইসিস স্কিল এর ব্যাপার রয়েছে তারপরেও বিষয়টা সবসময় স্কিল এর উপর নির্ভর করে না অনেক সময় এনালাইসিস অনুযায়ী মার্কেট চলে না কিন্তু ভাই ফিউচার ট্রেডিং এ প্র হইতে পারলে কোটি কোটি টাকা কামানো যাইবো কিন্তু এই প্র হইতে গিয়া আগে কোটি টাকা হারাইতে হয়।
আপনার তো মাত্র কয়েকশো ডলার মারা খাইছেন আমার খুব কাছের এমন লোক রয়েছে যে ফিউচার ট্রেডে প্রায় এক লাখ ডলার পর্যন্ত মাইর খাইছে মনে কইরেন না একদিনে এখানে কয়েকটা ধাপ এসে এই মারাটা খাইছে তার মধ্যে আমার চোখের সামনে একটা মারা খাইছে সেটা হইল লুনা তে ইনভেস্টমেন্ট কইরা।
আর আমার তো আরও অতি পরিচিত লোক রয়েছে সে আমার কাছ থেকে ডলার নিতে নিতে প্রায় 5000 ডলারের মতন নিয়ে ফেলেছে কিন্তু একদিনও বলেনি যে আমাকে ডলার সেল করে দাও কিন্তু সে শুধু আমার কাছ থেকে কিনেই চলেছে মানে সে এই টাকাটি লস করেছে।
বলতে গেলে ফিউচার ট্রেড এর আসক্তি হয়ে গেছে।
এইসব ঘটনা দেইখা আমার আর ফিউচার ট্রেড শিখার আগ্রহই চলে গেছে।