এইসব ঘটনা দেইখা আমার আর ফিউচার ট্রেড শিখার আগ্রহই চলে গেছে।
মিরপুরের এক বড় ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম, যিনি কম্পিউটার পার্টস সেল করতো। কিন্তু উনি ক্রিপ্টো রিলেটেড লোকদের সাথে চলতে চলতে ক্রিপ্টোতে ঢুকে গেলো আস্তে আস্তে। এক সময় আমি ওনার কাছে ডলার সেল দিতাম। কিন্তু উনি সেই ডলার দিয়ে কি করে, সেটা জানার ইচ্ছা আমার হয়নি। উনি নিজেই একদিন আমাকে বলতেছে বিটকানেক্ট নাকি কি যেনো একটা আছে, সেখানে এখন ইনভেষ্ট করলে সেটা যখন মার্কেটে লিষ্টিং হবে, তখন আমি কয়েকগুন প্রফিট পাবো। তিনি সেখানের বাড়িওয়ালা আর ভালো টাকা পয়সাও আছে। এই লোক কয়েক লাখ টাকা ইনভেষ্ট করে ফেলছে। এই এমাউন্ট ১০ লাখের ওপরে, কম হবে না। কয়েকমাস পর কথায় কথায় জানতে চাইলাম ইনভেষ্ট এর কি খবর, পরে বলে সব লস। উনিও আবার ট্রেড করেও হিউজ ধরা খাইছে। মানুষের এইসব ধরা খাওয়া দেখলে আর কিছুই মনে চায় না। মনে হয় এমনেই ভালো আছি।
আসলে ভাই ক্রিপ্টো কারেন্সি এর সাথে যুক্ত হলে আমাদেরকে সর্বপ্রথম নিজেদের লোভ কে কন্ট্রোল করা শিখতে হবে।
কিন্তু আমরা বেশিরভাগ পাবলিক সেখানে গিয়েই ধরা খাই, আরে ভাই ক্রিপ্টো কারেন্সি থেকে প্রফিট ইনকাম করা যায় তাই বলে এটা কে কুইক রিচ স্কিম ভাবা এবং সেই হিসেবে এখানে ইনভেস্টমেন্ট করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়।
মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি এর ইনভেস্টমেন্ট এর কিছু নিয়ম কানুন এবং পদ্ধতি রয়েছে যা সঠিকভাবে অনুসরণ না করতে পারলে উপরোক্ত ব্যক্তিদের মতন লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা।
আমাদেরকে সবসময় রিয়েলস্টিক চিন্তাভাবনা করে তারপরেই এখানে ইনভেস্টমেন্ট করতে হবে এটা কোন জুয়ার আসর নয় আপনি এখানে আসলেন এবং অল্প দিনে কিছু ইনভেস্টমেন্ট করে বিলিয়নার হয়ে গেলেন।