Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ইথারিয়াম নিঃসন্দেহে অনেক ভালো একটা কয়েন। কিন্তু এটার কিছু অসুবিধা ও আছে। এর সবচেয়ে বড় অসুবিধা হল এর ট্রানজেকশন ফি। বর্তমানে এর ফি অনেক বেশি। আমি মনেকরি কতৃপক্ষ দ্রুত এটার বিষয়ে একটা সমাধান করবেন।
প্রতিটি বড় জিনিস এর ও কিছু অসুবিধা আছে। যদিও এটি কোন সন্দেহ নেই যে, ইথারুমটি মহান মুদ্রা, এতে কিছু অসুবিধাও রয়েছে। যা নিচে দেওয়া হয়েছে:- ধীর লেনদেন গতি- মানুষ সচেতন না হলে হ্যাকাররা তার ওয়ালেট হ্যাক করতে পারে- এথেরিয়াম বর্তমানে প্রতি সেকেন্ডে 5 টি লেনদেন পরিচালনা করতে সক্ষম, যা বিশ্বব্যাপী স্কেল প্রকল্পগুলির জন্য উপযুক্ত নয়। কারণ শীঘ্রই আরও বড় বড় প্রকল্প হবে।- যদিও লেনদেন ফি কম হয়, তবে খুব বাড়তি লেনদেনের কারণে তা দ্রুত বৃদ্ধি পাবে।আমি মনে করি এই Ethereum এর প্রধান অসুবিধা হয়।ধন্যবাদ
বিভিন্ন টোকেন উন্নয়ন করা সম্ভব হয়। ইথেরিয়াম মুদ্রাটি দ্রুত লেনদেন করা যায়। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক টোকেন তৈরি হয় এবং অনেক বাণিজ্য হয়।
ETH এর অসুবিধা গুলো আমার জানা নেই ।গ্রুপের সিনিয়র ভাইরা আমাকে এই বিষয়ে একটু বুঝিয়ে বলতেন কি কি কাজ করলে আমাদের অসুবিধা হতো তাহলে আমার জন্য অনেক সহজ হত। কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন হয়েছি ।তাই সিনিয়র ভাইদের কাছে এ কাজ করার জন্য সাহায্য চাচ্ছি।
Quote from: Malam90 on January 13, 2019, 05:00:15 PMQuote from: smsohag on November 13, 2018, 10:36:23 AMআমার কাছে সবচেয়ে বড় যে অসুবিধা মনে হচ্ছে সেটা হলো ইথেরিয়াম ওয়ালেটের দুর্বল সিকিউরিটি। একটি প্রাইভেট কি এর উপর নির্ভর করে এই ওয়ালেট চালাতে হয়। অন্যান্য ভালো সিকিউরিটি যেমন টু-ফেকটর করা।জি দুর্বল সিকিউরিটিটাই আমার কাছে বড় দুর্বলতা মনে হয়। আরেকটা কথা এই ওয়ালেটটা বর্তমানে হ্যাকারদের তার্গেট বেশি তার কারণ হচ্ছে-সব আইসিও পাটিসিপেন্টসদের কিংবা বাউন্টি হান্টারদের টোকেন থাকে। তবে কি স্টোর ফাইল দিয়ে লগইন করাকেই বেশি সেফ মনে হয় আমার কাছে।ইথেরিয়াম ওয়ালেট হ্যাক হয় বেশি এর সিকিউরিটি অনেক কম তাই আমার কাছে এটা বেশি পছন্দ না। তাই আপনারা কোন ওয়ালেট ব্যবহার করেন প্লিজ একটু পোস্ট দিয়ে জানাবেন।
Quote from: smsohag on November 13, 2018, 10:36:23 AMআমার কাছে সবচেয়ে বড় যে অসুবিধা মনে হচ্ছে সেটা হলো ইথেরিয়াম ওয়ালেটের দুর্বল সিকিউরিটি। একটি প্রাইভেট কি এর উপর নির্ভর করে এই ওয়ালেট চালাতে হয়। অন্যান্য ভালো সিকিউরিটি যেমন টু-ফেকটর করা।জি দুর্বল সিকিউরিটিটাই আমার কাছে বড় দুর্বলতা মনে হয়। আরেকটা কথা এই ওয়ালেটটা বর্তমানে হ্যাকারদের তার্গেট বেশি তার কারণ হচ্ছে-সব আইসিও পাটিসিপেন্টসদের কিংবা বাউন্টি হান্টারদের টোকেন থাকে। তবে কি স্টোর ফাইল দিয়ে লগইন করাকেই বেশি সেফ মনে হয় আমার কাছে।
আমার কাছে সবচেয়ে বড় যে অসুবিধা মনে হচ্ছে সেটা হলো ইথেরিয়াম ওয়ালেটের দুর্বল সিকিউরিটি। একটি প্রাইভেট কি এর উপর নির্ভর করে এই ওয়ালেট চালাতে হয়। অন্যান্য ভালো সিকিউরিটি যেমন টু-ফেকটর করা।