এহ্ , , বুঝলাম আপনি একসময় ওপি পারফরম্যান্স করতেন তা মিয়া এইম বট দিয়া করতেন নাকি?
না ভাই, আমি এসব ইউজ করি না। তবে ইন্টারেষ্ট যে হয়নাই তা বলবো না, যখন প্রথম প্রথম ভিডিও দেখতাম, তখন মনে হতো ট্রাই মেরে দেখি। ইভেন ট্রাই ও করেছিলাম। কিন্তু ১-২ ম্যাচ খেলার পরেই সাধারনত একাউন্ট ব্যান হয়ে যায়। এরকম অনেক দেখেছি যে লাইভ ষ্ট্রিমিং করার মধ্যেই একাউন্ট ব্যান হয়েছে। আর হ্যা, আমি অতো ভালো প্লেয়ার কখনোই ছিলাম না, এখনো মাঝে মাঝে গেম খেলি, তবে এখন আর খেলা পারি না।
আমরা অফ টপিকে চলে যাচ্ছি। আমার আগের পোষ্ট এর কারন হলো, বিভিন্ন যায়গায় একই জিনিস ভিন্ন ভাবে পরিচিত। এই ফোরামে থ্রেড ক্রিয়েটরকে ওপি বললেও, এই ফোরামে ওপি ট্যাগ টা নেই। এটাযে খুব একটা জরুরী ফিচার, তেমনটাও না। অন্য ফোরামের গাইড এখানে তেমন একটা ইফেক্টিভ হবে না।