ভাই বর্তমানে আমার কোন নোটিফিকেশন ই আসছে না। যার জন্য আমি অনেক সমস্যার মধ্যে পড়ছি। আমি মনেকরি আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে এর কারনটা জানতে পারবেন। যদি এর কারনটা জানতে পারেন এবং আমাকে জানাতে পারেন তাহলে অনেক উপকৃত হতাম।
আপনি আমাকে যে দুইবার কোট করেছেন, দুইবারই আমি নটিফিকেশন পেয়েছি। আপনি একটা কাজ করেন, পিএক্সযে কে নক করেন অথবা তার থ্রেড এ পোষ্ট করেন। আমি যেহেুতু তার বটের কিছুই না, আমি আপনাকে এই সমাধান দিতে পারবো না ভাই। আর আপনার হয়ে আমি সেখানে প্রশ্ন করতে গেলে মনে করবে আমি আর আপনি একই ব্যাক্তি। অনলাইনে এসব জিনিস খুবই সেন্সিটিভ ভাবে করতে হয় ভাই। একবার যদি বলে ফেলে যে আপনি কেনো আরেকজনের হয়ে পোষ্ট করবেন? সে কি নিজের সমস্যা পোষ্ট করতে পারে না? তখন আরো প্যাচ লাগবে। সুতরাং, আপনার সমস্যার কথা আপনি ওনাকে জানান।